সুরাত: চাকরি তো গিয়েইছে। সেইসঙ্গে দুমাসের মাইনে বকেয়া গুজরাতের সুরাতের স্পেশ্যাল ইকোনমিক জোন (এসইজেড)-এ হিরে ব্যবসায়ী নীরব মোদীর সংস্থার কর্মীদের। প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন কর্মীরা।
কর্মীদের দাবি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-তে ১১,৪০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে ইডি এবং সিবিআই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করেছে। সেজন্য সংস্থার পক্ষ থেকে তাঁদের মাইনে দেওয়া সম্ভব হচ্ছে না।
সংস্থার এক কর্মী দীপক ইঙ্গলে বলেছেন, কর্তৃপক্ষ সংস্থাটি বন্ধ করে দেওযায় প্রায় ৭০০ কর্মী কাজ হারিয়েছেন এবং তাঁদের অন্যত্র কাজ খুঁজে নিতে বলা হয়েছে। আমরা খুবই সংকটে পড়েছি। বকেয়া বেতন মেটানোর ব্যাপারে আমরা কোনও আশ্বাসও পাইনি।
এক সপ্তাহ আগে ইডি আধিকারিকরা ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং ফায়ারস্টার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডে হানা দেন এবং প্রায় ৯০০ কোটি টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করেন। এই দুটি সংস্থাই ফেরার অভিযুক্ত ঋণখেলাপি নীরব মোদীর সাম্রাজ্যের অন্তর্ভূক্ত বলে ইডি আধিকারিকরা জানিয়েছেন।
ইঙ্গলে বলেছেন, কর্তপক্ষ আমাদের বলেছে, ইডি এবং সিবিআই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করায় তারা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন দিতে পারবে না। আমরা চাই, সরকার আমাদের কথা ভেবে অনন্ত একটি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত-মুক্ত করুক, যাতে আমরা আমাদের প্রাপ্য পাই।
দুমাসের বকেয়া মাইনের দাবিতে বিক্ষোভ সুরাতে নীরব মোদীর সংস্থার কর্মচ্যুত কর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Feb 2018 02:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -