শ্রীনগর: উত্তর কাশ্মীরের নগাঁম সেক্টরে গতকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে চার জঙ্গিকে খতম করলেন সেনা জওয়ানরা। এই লড়াইয়ে তিন জওয়ান শহিদ হয়েছেন। পাকিস্তান সীমান্তে জঙ্গিদের খোঁজে সেনা অভিযান এখনও চলছে। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করেছেন জওয়ানরা।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, গতকাল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। সেই অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেন জওয়ানরা। এরপরেই শুরু হয় সেনা-জঙ্গি সংঘর্ষ। গতকাল দুই জঙ্গিকে খতম করতে পেরেছিলেন জওয়ানরা। শহিদ হন দুই জওয়ান। আজ আরও দুই জঙ্গির পাশাপাশি এক জওয়ানেরও মৃত্যু হয়েছে।
নগাঁমে খতম চার জঙ্গি, শহিদ তিন জওয়ান, সীমান্তে জারি তল্লাশি
Web Desk, ABP Ananda
Updated at:
21 May 2017 07:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -