বিদিশা (মধ্যপ্রদেশ) : পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতের প্রথম মহিলা বাইকার বিনু পালিওয়ালের।
গতকাল সন্ধ্যেয় রাস্তায় পিছলে যায় তাঁর বাইক। দুর্ঘটনায় মৃত্যু হয় বছর ৪৪-এর দেশের অন্যতম সেরা এই মহিলা বাইক আরোহীর।

জয়পুরের বাসিন্দা বিনু তাঁর হারলে ডেভিডসন মোটর সাইকেলে চেপে দেশভ্রমণে বেড়িয়েছিলেন। সঙ্গী ছিলেন দীপেশ তানওয়ার। তিনিও আলাদা একটি বাইকে ছিলেন। ভোপাল থেকে ১০০ কিমি দূরে গ্যারাসপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।



পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই বিনুকে স্থানীয় প্রাথমিক চিকিতসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় বিদিশা জেলা হাসপাতালে। সেখানেই চিকিতসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পোস্টমর্টেমে পাঠানো হয়েছে তাঁর দেহ।

বাইকই ছিল বিনুর ধ্যানজ্ঞান। কলেজে পড়ার সময়ই বাইক চালানো সেখেন তিনি। বাইক চালানোয় আপত্তি থাকায় স্বামীর সঙ্গে ডিভোর্সও হয়ে যায় তাঁর। দুই সন্তানের মা বিনুর ইচ্ছে ছিল গোটা দেশে নিজের মোটরবাইক যাত্রা নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করার। সে ইচ্ছে অপূর্ণই থেকে গেল বিনুর।