নয়াদিল্লি: 'পদ্মাবত' মুক্তির বিরুদ্ধে গতকালই সরব হয়েছেন, হিংসার নিন্দা করে বিজেপিকে দুষেছেন রাহুল গাঁধী। কিন্তু তারপরও তাঁকে নিশানা করে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রকের সরকারি ট্যুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা ট্যুইট ঘিরে বিড়ম্বনা।
এদিন @অচ্ছে দিন ট্যুইটার হ্যান্ডল থেকে পদ্মাবত-এর বিরুদ্ধে সংঘটিত হিংসায় বিজেপির ভূমিকার সমালোচনা করে পোস্ট করা এক ট্যুইটের জবাব দিতে গিয়ে রাহুলকে কটাক্ষ করে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক। তাদের সরকারি অ্যাকাউন্ট @moefcc ট্যুইট করে, #করণি সেনার হিংসার নিন্দা করে কংগ্রেস সভাপতির পক্ষ থেকে একটিও ট্যুইট আসেনি, বদলে এসেছে এরকম বাজে ট্যুইট। যদিও সকাল ১১টা ২৪ নাগাদ করা ট্যুইটটা কয়েক ঘন্টার মধ্যেই মুছে দেওয়া হয়। তবে ততক্ষণে সেটি অসংখ্য ট্যুইটারাইটের নজরে পড়ে। তাঁরা সেটিকে তীব্র কটাক্ষ করেন।
গোটা ব্যাপারে পরিবেশমন্ত্রকের কোনও প্রতিক্রিয়া অবশ্য মেলেনি।
গতকাল রাতে রাহুল ট্যুইটে পদ্মাবত বিরোধীদের তাণ্ডবের নিন্দা করে বলেন, বিজেপি ঘৃণা, হিংসাকে অস্ত্র করে সারা দেশে আগুন লাগিয়ে দিয়েছে।