গুরগাঁও: সন্তানসম্ভবা মহিলা ও তাঁর স্বামীকে আশীর্বাদ করার নামে ছিনতাই একদল বৃহন্নলার! ঘটনাটি গুরগাঁওয়ের সেক্টর ৪৬ এলাকায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের কাছে দায়ের করা অভিযোগনামায় ওই মহিলার দাবি, তিন বৃহন্নলা তাঁদের বাড়ি এসে টাকা চায়। তাঁর স্বামী ২১০০ টাকা দিতে রাজি হন। কিন্তু বৃহন্নলারা ২১০০০ টাকা দাবি করে। এ নিয়ে দরকষাকষি চলতে থাকে। তার মধ্যেই আচমকা এক বৃহন্নলা মহিলার স্বামীর হাত থেকে পয়সার ব্যাগ কেড়ে নিয়ে দৌড়ে পালায়। তাতে ১০ হাজার টাকা ছিল। আরেকজন মহিলার সোনার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি কোনওমতে তাকে নিরস্ত করে চিত্কার করতে থাকেন। আশপাশ থেকে লোকজন চলে এলে ধরা পড়ে যাবে, এই ভয়ে বাকিরাও চম্পট দেয়।
সেক্টর ৫০ থানায় এ ব্যাপারে একটি মামলা রুজু করে ঘটনার তদন্তে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্টেশন হাউস অফিসার শাহিদ আহমেদ বলেছেন, আমরা ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ডাকাতির অভিযোগে এফআইআর নথিভুক্ত করেছি। তদন্ত চলছে।
সন্তানসম্ভবা মহিলাকে আশীর্বাদের নামে ২১০০০ টাকা দাবি, ১০ হাজার ছিনিয়ে চম্পট বৃহন্নলাদের!
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2019 01:23 PM (IST)
আরেকজন মহিলার সোনার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি কোনওমতে তাকে নিরস্ত করে চিত্কার করতে থাকেন। আশপাশ থেকে লোকজন চলে এলে ধরা পড়ে যাবে, এই ভয়ে বাকিরাও চম্পট দেয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -