নয়াদিল্লি: অসহ্য যন্ত্রণা সয়ে তিলে তিলে মারা গিয়েছে মেয়ে। অথচ ৫ বছর পরেও দিব্যি বেঁচে বর্তে রয়েছে তার খুনীরা। নির্ভয়ার মা আশা দেবী বলছেন, ঠিক সময়ে বিচার না হলে মানুষের আইনের ভয় চলে যায়। তাই আইন কড়া হওয়া যেমন জরুরি, তেমনই জরুরি রাজনীতিক থেকে সাধারণ মানুষ- সকলের মনোভাব পরিবর্তন।


৫ বছর আগে ২৩ বছরের ওই ফিজিওথেরাপি ছাত্রীর নির্মম ধর্ষণ কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশ। রাজধানীর বুকে যাত্রীহীন বাসে তাকে ধর্ষণ করে শরীরে রড ঢুকিয়ে অন্ত্র পেঁচিয়ে বার করে আনে ধর্ষকরা। তারপর মরার জন্য রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। ১৬ দিন পর সিঙ্গাপুরে মারা যায় মেয়েটি, তাকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে।

২০১৩-য় এ ব্যাপারে গঠিত একটি ফাস্ট ট্র্যাক কোর্ট ৫ অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়। তবে তার আগে জেলবন্দি অবস্থাতেই তিহারে মারা যায় অন্যতম অভিযুক্ত রাম সিং।

২ বছর পর ডিসেম্বরে মুক্তি দেওয়া হয় নির্ভয়ার ষষ্ঠ খুনীকে, কারণ অপরাধের সময় তার বয়স ১৮ হয়নি। যদিও ধর্ষকদের মধ্যে সেই সবথেকে নির্মম ছিল, ওই তরুণীর শরীরে রড ঢুকিয়ে অন্ত্র বার করে আনে সে। নতুন জীবন শুরুর জন্য তাকে সেলাই মেশিন উপহার দেয় দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকার। কোনও এক গোপন জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে।