নয়াদিল্লি: দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার শপথ তারা পূর্ণ করেছে বলে ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, দেশের শেষতম গ্রামে পর্যন্ত আলো পৌঁছে দেওয়া গিয়েছে। উন্নয়নের পথে ভারতের যাত্রায় এ এক ঐতিহাসিক দিন বলে ঘোষণা করেছেন তিনি।

কেন্দ্রের দাবি, মণিপুরের সেনাপতি জেলার লিসাং গ্রামই ছিল শেষ গ্রাম, যেখানে এতদিন বিদ্যুৎ পৌঁছয়নি। সেখানেও এবার জ্বলেছে বৈদ্যুতিন আলো। যাঁরা ক্লান্তিহীনভাবে কাজ করে এই প্রচেষ্টা সফল করে তুলেছেন, তাঁদের স্যালুট জানিয়েছেন প্রধানমন্ত্রী।

[embed]https://twitter.com/narendramodi/status/990455176581517312[/embed]

[embed]https://twitter.com/narendramodi/status/990455702182297600[/embed]

[embed]https://twitter.com/narendramodi/status/990456201296142336?tfw_creator=abc&tfw_site=http%3A%2F%2Fabpnews.abplive.in&ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fevery-village-in-country-is-now-electrified-last-village-leisang-in-manipur-also-electrified-845259[/embed]

২০১৫-র স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী ১০০০ দিনে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এ জন্য কেন্দ্র তৈরি করে দীনদয়াল উপাধ্যায় ও দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা। এক একটি গ্রামের ১০ শতাংশ বাড়ি ও সার্বজনীন এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাওয়ার অর্থই হল, ওই গ্রামে বিদ্যুৎ এসে গিয়েছে। ২০১১ সালের এক হিসেব মত দেশে গ্রামের সংখ্যা সাড়ে ৬ লাখ।