মুম্বই: বিরোধী দলগুলির অভিযোগ, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গোলমালের ফলেই একের পর নির্বাচনে জয় পাচ্ছে বিজেপি। অন্তত একটি ক্ষেত্রে সেই অভিযোগ সত্যি বলে প্রমাণিত হল। সম্প্রতি মহারাষ্ট্রের বুলধানা জেলা পরিষদের নির্বাচনে সুলতানপুর গ্রামের একটি পোলিং বুথে ইভিএম-এ ত্রুটি ছিল বলে জানিয়েছেন খোদ জেলাশাসক। সেই পোলিং বুথের সব ভোটই পেয়েছে বিজেপি।
তথ্যের অধিকার আইনে ওই পোলিং বুথ সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন অনিল গলগলি। তিনি বলেছেন, ‘নির্দল প্রার্থী আশা অরুণ জোরের প্রতীক ছিল নারকেল। ভোটাররা যখনই সেই প্রতীকে ভোট দেওয়ার চেষ্টা করছিলেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থীর প্রতীকের এলইডি আলো জ্বলে উঠছিল। জেলাশাসককে এ বিষয়ে রিপোর্টও দিয়েছিলেন। তথ্যের অধিকার আইনে প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন জেলাশাসক।’
এ বছরের ১৬ ফেব্রুয়ারি ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমে এক ভোটার ইভিএম-এ গোলমালের বিষয়ে অভিযোগ করেন। সেদিন সকাল সাড়ে দশটাতেই পোলিং স্টেশনে থাকা আধিকারিকের কাছে ইভিএম-এ গোলমালের বিষয়ে অভিযোগ করেন আশা। কিন্তু সেই আধিকারিক তাঁর অভিযোগে গুরুত্ব দেননি বলে অভিযোগ। পরে বহু ভোটার অভিযোগ করতে থাকায় বেলা দেড়টা নাগাদ সংশ্লিষ্ট আধিকারিক ব্যবস্থা নেন। ওই বুথের ভোট বাতিল হয়ে যায়। ২১ ফেব্রুয়ারি সেখানে ফের ভোট হয়।
আরটিআই-এ প্রকাশ, ইভিএম-এ ত্রুটির ফলে মহারাষ্ট্রে জেলা পরিষদ নির্বাচনে ভোট বিজেপি-র ঝুলিতে
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2017 10:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -