নয়াদিল্লি: কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার কয়েকদিন বাদেই বিজেপিতে যোগ দিলেন ভুবনেশ্বর কলিতা। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার, সংবিধানের ৩৭০ ধারার প্রয়োগ সেখানে রদ করার সরকারি পদক্ষেপের বিরোধিতা করে কংগ্রেসের অবস্থান মানতে না পেরে দল ছাড়েন তিনি। যেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৭০ ধারা বাতিল, জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার বিল রাজ্যসভায় পেশ করেন, সেদিনই কংগ্রেস থেকে তাঁর পদত্যাগ গৃহীত হয়।
কলিতা ছিলেন রাজ্যসভায় কংগ্রেসের মুখ্য সচেতক। ২০২০-র ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যসভায় তাঁর মেয়াদ ছিল।
আজ বিজেপি সদর দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও অন্যান্য দলীয় নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া দলে নাম লেখান কলিতা।
এই নিয়ে কংগ্রেসের ২ জন রাজ্যসভা সাংসদ বিজেপিতে গেলেন। এর আগে অমেঠির সাবেক রাজ পরিবারের সদস্য সঞ্জয় সিংহ কংগ্রেস ত্যাগ করে শাসক শিবিরে সামিল হয়েছেন।