নয়াদিল্লি:  অগুস্তা-ওয়েস্টল্যাণ্ড মামলায় জামিন পেলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর শর্তাধীন জামিন মঞ্জুর করেছে পাতিয়ালা হাউস কোর্ট। আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। মামলার সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রভাবিত না করার জন্যেও প্রাক্তন বায়ুসেনা প্রধানকে নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট।


তবে এই মামলায় অপর দুই অভিযুক্ত প্রাক্তন বায়ুসেনা প্রধানের তুতো ভাই সঞ্জীব ত্যাগী এবং আইনজীবী গৌতম খৈতানের জামিনের আবেদনের বিষয় আদালত এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। আগামী ৪ জানুয়ারি এই দুই অভিযুক্তের জামিনের আবেদনের মামলার শুনানি।

পাতিয়ালা হাউস কোর্টে প্রাক্তন বায়ুসেনা প্রধানের জামিনের মামলার শুনানির সময় তাঁর আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন এই মামলার নিষ্পত্তি হতে যদি বিলম্ব হয়, তাহলে তারজন্যে তাঁর মক্কেল মৌলিক অধিকার উপভোগ করা থেকে বঞ্চিত থাকতে পারেন না।ত্যাগীর আইনজীবীর আরও দাবি, গত চার বছর আগে এই মামলায় এফআইআর দায়ের করা হলেও, এখনও পর্যন্ত তাঁর মক্কেলের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কোনও প্রমাণ দাখিল করতে পারেনি।

যদিও সিবিআই পক্ষের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহেতা ত্যাগীর জামিনের বিরোধিতা করে বলেন, তাঁকে যদি জামিন দেওয়া হয়, তাহলে তিনি অন্যদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবেন। তিনি আরও বলেন, এই কেলেঙ্কারি সংক্রান্ত বৈঠকের তথ্য তাঁদের হাতে মজুত আছে, কিন্তু তদন্তের স্বার্থে সেটা এখন প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তদন্তের স্বার্থেই ত্যাগীর জামিন মঞ্জুরের বিপক্ষে সওয়াল করেন সিবিআই পক্ষের আইজীবী।

এদিকে আদালত সিবিআই পক্ষের আইজীবীর কাছে জানতে চায়, তাঁদের হাতে কী বায়ুসেনা প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়া সংক্রান্ত কোনও নথি আছে? এপ্রসঙ্গে সিবিআই পক্ষের আইনজীবী জানান, প্রাক্তন বায়ুসেনা প্রধান বহু সম্পত্তি ক্রয় করেছিলেন, কিন্তু কীভাবে তিনি তাঁর টাকা পেলেন, সেবিষয় তাঁর কাছে সঠিক কোনও জবাব ছিল না। সিবিআইয়ের অভিযোগ তিনি তাঁর পদের অপব্যবহার করেছিলেন।