নয়াদিল্লি: সিবিএসই-র প্রশ্ন ফাঁস ঘিরে জাতীয় মানবাধিকার কমিশন নোটিস দিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রক, সিবিএসই ও দিল্লি পুলিশকে। চার সপ্তাহের মধ্যে রিপোর্ট চেয়েছে তারা।
দশম শ্রেণির অঙ্ক ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় শোরগোল চলছে সারা দেশে। তার মধ্যেই আজ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের সচিব, সিবিএসই চেয়ারপার্সন, দিল্লির পুলিশ কমিশনারকে নোটিস পাঠিয়ে বিস্তারিত রিপোর্ট চাইল কমিশন।
প্রশ্নফাঁসের ফলে যেসব প্রতিষ্ঠানের ওপর পড়ুয়াদের গভীর বিশ্বাস রয়েছে, তাদের বিশ্বাসযোগ্য তা দারুণ মার খাবে বলে অভিমত জানিয়েছে কমিশন।
এক বিবৃতিতে কমিশন বলেছে, আশা করা হচ্ছে, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রক তাদের জানাবে, অনিশ্চয়তার মধ্যে পড়া অসংখ্য পড়ুয়াদের কাউন্সেলিংয়ের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, বোর্ডের পরীক্ষা পদ্ধতিকে ভরসাযোগ্য করতে, ভবিষ্যতে এধরনের যন্ত্রনাদায়ী ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তা পুরোপুরি সুরক্ষিত রাখার জন্য কী কী পদক্ষেপ করা হচ্ছে।
গত সপ্তাহেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানায়, ১২ ক্লাসের অর্থনীতির পরীক্ষা আবার হবে ২৫ এপ্রিল, দশম শ্রেণির অঙ্ক পরীক্ষার ফের প্রয়োজন হলে তা হবে জুলাইয়ে, শুধু দিল্লি-এনসিআর ও হরিয়ানায়।
কমিশন জানিয়েছে, শোনা যাচ্ছে, ফৌজদারি বিশ্বাসভঙ্গ, প্রতারণা, ফৌজদারি চক্রান্তের অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে, কয়েকজন গ্রেফতারও হয়েছে।
কমিশন বলেছে, তাদের প্রাথমিক অভিমত হল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পড়ুয়াদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। নিরপরাধ পরীক্ষার্থীদের যে হয়রানি, হেনস্থা সহ্য করতে হল, সেটা তাদের মর্যাদা ও শিক্ষার অধিকার লঙ্ঘনের সামিল।
পাশাপাশি দিল্লি হাইকোর্ট সিবিএসই-র কাছে জানতে চাইল, দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা নতুন করে নেওয়ার ব্যাপারে তারা ঠিক কী ভাবছে, তেমন কোনও প্ল্যান আছে কিনা। সিবিএসই-র তরফে বলা হয়, নতুন পরীক্ষার দিনক্ষণ ঘোষণার আগে তারা প্রশ্নপত্র ফাঁসের প্রভাব কতদূর পড়েছে, খতিয়ে দেখছে।
পাশাপাশি দুটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের আদালতের নজরদারিতে তদন্তের আবেদনের ব্যাপারে কেন্দ্র ও সিবিএসই-র অবস্থানও জানতে চায় হাইকোর্ট।
সংক্ষিপ্ত শুনানিতে বেঞ্চ সিবিএসই-র কাছে জানতে চায়, কেন ফের অঙ্কের পরীক্ষা নেওয়ার জন্য জুলাই পর্যন্ত অপেক্ষা করে পড়ুয়াদের অনিশ্চয়তায় ফেলে রাখা হচ্ছে? এতে শুধু ওদের শিক্ষাবর্ষই নষ্ট হচ্ছে না, কার্যত এটা ওদের মাথার ওপর খাঁড়া ঝুলিয়ে রাখা হচ্ছে।
সিবিএসই সওয়াল করে ফের দশম শ্রেণির অঙ্ক পরীক্ষার ব্যাপারে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি, প্রশ্নপত্র কি দেশজুড়ে না শুধু দিল্লি ও হরিয়ানাতেই ফাঁস হয়েছে, তা খতিয়ে দেখছে তারা।
আদালত সিবিএসই-কে ১৬ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে। দশম শ্রেণির পরীক্ষাও পড়ুয়াদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার ফলের ভিত্তিতেই তারা ঠিক করে ১১, ১২ ক্লাসে কোন শাখায় ভর্তি হবে, বলেছে আদালত।
সোস্যাল জুরিস্টি নামে এনজিও-র পিটিশনের দাবি, এপ্রিলেই দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা হোক, সিবিএসই-র প্ল্যানমাফিক জুলাইয়ে নয়।
তারা আরও আবেদন করে, অর্থনীতি, অঙ্কের নতুন পরীক্ষায় পড়ুয়াদের ঢালাও নম্বর দিতে বলা হোক পরীক্ষকদের।