ভুবনেশ্বর: গোপন ডেরায় বসে করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা স্কুলছুট যুবকের। ওড়িশার বারগড় জেলার রুসুদা গ্রাম থেকে আটক অভিযুক্ত। উদ্ধার ১২ বোতল ভুয়ো ইন্জেকশন, লেবেল, সিরিঞ্জ ও ইন্যান্য সামগ্রী।


সূত্র মারফত খবর পেয়ে ওড়িশার বারগড় জেলার রুসুদা গ্রামে হানা দেয় পুলিশ।  সেখান থেকে হাতেনাতে পাকড়াও করা হয় প্রহ্লাদ বিসি নামে এক যুবককে। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে কোভিড-১৯ ভ্যাকসিন লেখা শিশি উদ্ধার করে তারা। উদ্ধার হয় বেশ কিছু রাসায়নিকও।  অনুমান, মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে করোনা প্রতিষেধক টিকা বলে বাজারে এই ভুয়ো টিকা ছাড়ার পরিকল্পনা করছিল প্রহ্লাদ।

পুলিশ যখন প্রহ্লাদের পড়াশোনা সম্বন্ধে জানার চেষ্টা করে তখন আরও অবাক হয়। প্রহ্লাদ বিজ্ঞানের ছাত্রও নয়। সে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তারপর আর স্কুলে যায়নি। সে গোপনে তৈরি করছিল ভুয়ো করোনা প্রতিষেধক টিকা। প্রহ্লাদের সেই ডেরা থেকে প্রচুর ভুয়ো করোনা প্রতিষেধক টিকার স্টিকারও পেয়েছে পুলিশ। এর পিছনে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বারগড়ের ড্রাগ ইন্সপেক্টর সস্মিতা দেউড়ি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সমস্ত জিনিস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঠিক কী রায়ায়নিক ওই যুবক ব্যবহার করছিল ও তা কতটা ক্ষতিকারক সেবিষয়েও তদন্ত হবে। তবে সেই ভ্যাকসিন বিক্রি করার কাজ শুরু করতে পারেনি ওই যুবক।