নয়াদিল্লি: এবার এটিএম থেকে বের হল ভুয়ো ২০০০ টাকার নোট। দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম থেকে এই ধরনের শিশুদের খেলনা ভুয়ো গোলাপি নোট বের হল। নোটের উপরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জায়গায় লেখা ‘ভারতীয় মনোরঞ্জন ব্যাঙ্ক।’ আর বাঁ দিকে ইংরেজিতে ‘রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া’-র বদলে ‘চিলড্রেন ব্যাঙ্ক অব ইন্ডিয়া।’ নেই গভর্নরের সই। উধাও অশোকস্তম্ভ। গোলাপি রং, গাঁধীর ছবি, টাকার নম্বরে কোনও তফাৎ নেই। এটিএম থেকে আট হাজার টাকা তুলতে গিয়ে এমনই চার-চারটি ২০০০ টাকার নোট হাতে পান দিল্লির রোহিত কুমার। হতবাক হয়ে যান তিনি। নোটের সিরিয়াল নম্বরের জায়গায় ছাপা শূন্য। এছাড়াও নোটে লেখা রয়েছে, 'চুরন লেবেল'। রয়েছে 'পিকে লোগো'। এ নিয়ে থানায় সঙ্গে সঙ্গে অভিযোগও দায়ের করেছেন রোহিত। এক পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পেয়ে ওই এটিএমে একজন সাব ইন্সপেক্টরকে পাঠানো হয়। তিনিও একটি ২০০০ টাকার নোট বের করেন এবং সেটিও ভুয়ো।
অতিরিক্ত পুলিশ কমিশনার রাজীব রঞ্জন সিংহ বলেছেন, ওই এটিএমে টাকা ভরার কাজে নিযুক্ত ভেন্ডর ও যাঁরা টাকা ভরেছেন তাঁদের এখনও চিহ্নিত করা যায়নি। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।
এসবিআইয়ের দাবি, কেউ অসৎ উদ্দেশ্যে এই কাজ করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকা নিরাপদ তো?
এটিএম থেকে বের হল ২০০০ টাকার ভুয়ো নোট! হতবাক গ্রাহক
ABP Ananda, web desk
Updated at:
23 Feb 2017 08:59 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -