ভোপাল: মধ্যপ্রদেশ বিজেপির যুবশাখা ভারতীয় জনতা যুবমোর্চা (বিওয়াইজেএম)-র যে নেতা প্রেমিকার প্রতি 'ভালবাসার প্রমাণ দিতে' তাঁর বাবার কথামতো গুলিতে আত্মঘাতী হয়েছেন, তাঁর পরিবারের সদস্যরা হার্ট সমেত তাঁর একাধিক অঙ্গপ্রতঙ্গ দান করার সিদ্ধান্ত নিলেন। অতুল লোখান্ডে নামে ওই বিজেপি যুবনেতাকে ডাক্তাররা ব্রেন ডেড ঘোষণার পর তাঁর শরীর থেকে নানা অঙ্গপ্রত্যঙ্গ খুলে নেওয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিতে গ্রিন করিডর তৈরি করে হাসপাতাল থেকে বিমানবন্দরে পাঠানো হয় অতুলের হৃদযন্ত্র। সেটি বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস-এ।
ভোপালের বনশল হাসপাতালের অর্গান ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর রাকেশ তারে জানান, ৩ জুলাই মাঝরাতে অতুলকে ব্রেন ডেড ঘোষণা করেন ডাক্তাররা। অতুলের লিভার, কিডনি দুটি ভোপালের তিনটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় প্রতিস্থাপনের জন্য, দুটি চোখ পাঠানো হয় সরকারি হামিদিয়া হাসপাতালে।
অতুল নিজের মর্মান্তিক পরিণতির আধ ঘন্টা আগে এক ফেসবুক পোস্টে জানিয়ে দেন, বান্ধবীর বাবা তাঁকে তাঁদের বাড়িতে ডেকে পাঠিয়েছেন, ভালবাসার প্রমাণ চেয়েছেন তাঁর কাছে। লেখেন, উনি আত্মহত্যা করে প্রমাণ করতে বলেছেন, ওনার মেয়েকে ভালবাসি। বেঁচে গেলে উনি আমাদের বিয়েতে অনুমতি দেবেন।
বান্ধবীর প্রতি গভীর ভালবাসার উল্লেখ করে অতুল এও লেখেন, যত বেশি করে ভিন জাত, ধর্মের ছেলেমেয়েদের বিয়ে হবে, ভারত তত সমৃদ্ধ হবে।