অমৃতসর: নাম আবদুল্লা। বয়স বছর একুশ। বলিউড ছবির পোকা। পাকিস্তানের সোয়াট প্রদেশের বাসিন্দা এহেন আবদুল্লা ২৫ মে ঢুকে পড়েছিল ভারতে, ওয়াঘা সীমান্ত পেরিয়ে। তখন থেকে তার ঠিকানা অমৃতসর জেল।

আবদুল্লার বাবা দাদার দাবি, সে মানসিকভাবে অসুস্থ। স্বপ্ন দেখে বলি তারকাদের নিয়ে। তাই তাঁদের সঙ্গে দেখা হওয়ার আশায় সীমান্ত টপকায় সে। কোনও কুমতলব তার ছিল না, তাকে ছেড়ে দেওয়া হোক।

পুলিশও মনে করছে, আবদুল্লা মানসিক রোগী ও নির্দোষ। ভিসা, পাসপোর্ট ছাড়াই বলিউড তারকাদের দেখতে এ দেশে চলে এসেছে।

আবদুল্লার বাবা জারাওয়ার খান ছেলের মুক্তির জন্য পাকিস্তানের মানবাধিকার কমিশনে চিঠি লিখেছেন। তাতে বলেছেন, ২৪ মে কাউকে কিছু না বলে ঘর ছাড়ে সে। স্থানীয় টিভি চ্যানেল থেকে তাঁরা ওয়াঘা সীমান্তে তার ধরা পড়ার খবর পান।

কিন্তু কী করে সীমান্ত টপকাল আবদুল্লা? সম্ভবত পাকিস্তানের সান্ধ্য প্যারাডের সময় কাঁটাতারের বেড়ার নীচ দিয়ে গলে এপারে চলে আসে সে। যদিও বিএসএফ এ ব্যাপারে মন্তব্য করেনি। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে আছে সে।