মথুরা: মথুরায় উচ্ছেদ অভিযানকে ঘিরে অশান্তি কেড়ে নিয়েছে অনেকগুলি প্রাণ। বিক্ষোভকারীদের গুলিতে মৃত্যু হয়েছে মথুরা শহরাঞ্চলের এসপি মুকুল দ্বিবেদীর। ছেলের মৃত্যুর জন্য সরকার ও প্রশাসনকেই দায়ী করেছেন নিহত এসপির বৃদ্ধ বাবা-মা।

 

উত্তরপ্রদেশের ঔরিয়া জেলায় আদি বাড়িতে থাকেন নিহত এসপি-র বাবা-মা। একমাত্র ছেলে কর্মসূত্রে থাকতেন মথুরায়। বৃহস্পতিবারে ঘটনা এক ঝটকায় বদলে দিয়েছে বাড়ির পরিবেশ। অকালে ছেলেকে হারিয়ে অনিশ্চয়তার মুখোমুখি বৃদ্ধ বাবা-মা। বাঁধ মানছে না চোখের জল।



কিন্তু কেন এমন হল? ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করেছেন তাঁরা।

 

নিহত এসপি মুকুলের দুই ছেলে। তারা পড়াশোনা করে বরেলিতে। গরমের ছুটিতে কয়েকদিন আগে তারা গিয়েছিল মথুরায় বাবা-মায়ের কাছে। উচ্ছেদের ঘটনা বদলে দিয়েছে তাদের জীবনও।

 

মুকুলের ছাত্র জীবন কেটেছে আগরাতে। সেখান থেকে বিএসসি ও এমএসসি করার পর ১৯৯৮ সালে যোগ দেন পুলিশের চাকরিতে। ২০০০ সালে পদোন্নতির ফলে এসপি পদমর্যাদার অফিসার হন। চলতি বছরের তেসরা ফ্রেরুয়ারি মথুরা শহরাঞ্চলের এসপির দায়িত্ব পান মুকুল। আর সেই দায়িত্ব পালন করতে গিয়েই অকালে প্রাণ হারাতে হল এই পুলিশকর্তাকে!