মুম্বই:  অভিনেত্রী শ্রীদেবী শুধু দর্শককে পর্দায় মাতিয়ে রাখেননি, বহু সমাজকল্যানমূলক কাজও করেছেন নীরবে। এমনই এক ঘটনার কথা তাঁর মৃত্যুর পর সামনে এল। এক ভক্ত অভিনেত্রীকে শেষ দেখা দেখার জন্যে গত ৪৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। তিনিই জানালেন, তাঁর ভাইয়ের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। সেসময় অভিনেত্রী তাঁকে সবরকম ভাবে সাহায্য করেন। তবে এটা শুধুমাত্র একটাই উদাহরণ সামনে এসেছে। এমন বহু সাহায্য তিনি করেছেন, যা হয়তো অজানাই থেকে যাবে।


উত্তরপ্রদেশ থেকে এসেছেন যতীন বাল্মীকি। তিনি নিজেও চোখে ঠিকভাবে দেখতে পান না। যতীন জানিয়েছেন, এক লক্ষ টাকা দিয়ে সেসময় অভিনেত্রী তাঁকে সাহায্য করেন। এছাড়া হাসপাতলকে এক লক্ষ টাকা ছাড় দিতেও বলেন অভিনেত্রী। যতীনের ভাই আজ বেঁচে রয়েছেন, শ্রীদেবীর জন্যেই, কিন্তু সেই মানুষটিই আজ নেই, আক্ষেপ যতীনের। তাই তাঁর জন্যে কিছু না করতে পারলেও, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শেষযাত্রায় সামিল হতে এসেছেন এই ভক্ত।