মোরেনা (মধ্যপ্রদেশ): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে এবার কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর দাবি, সব প্রতিকূলতা অতিক্রম করে যেভাবে কৃষকরা কাজ করে চলেছেন, তাতে তাঁদের ছাতিই ৫৬ ইঞ্চি বলে মনে হয়, মোদীর নয়। ‘অচ্ছে দিন’ কোথায়? এই প্রশ্ন তুলছে দেশবাসী।
মধ্যপ্রদেশ সরকারকে তীব্র আক্রমণ করেছেন জ্যোতিরাদিত্য। তাঁর অভিযোগ, বিধানসভায় বিশেষ অধিবেশনে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা হলেও, গত তিন বছর ধরে রাজ্য সরকার কৃষকদের ক্ষতিপূরণ দিতে পারেনি। রাজ্যের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি, হিম, খরা ও অত্যধিক বৃষ্টির ফলে কৃষকদের ক্ষতি হয়েছে। উপযুক্ত ট্রাক্টর, বীজ, সার না পেয়েও কৃষকরা যেভাবে দেশের জন্য খাদ্যশস্য উৎপাদন করে চলেছেন, তার জন্য তাঁদের পুরস্কৃত করা উচিত। ব্যাপম ও সিমহস্ত কেলেঙ্কারি নিয়েও সরব হয়েছেন জ্যোতিরাদিত্য।
পাশাপাশি কেন্দ্রকেও আক্রমণ করে লোকসভায় কংগ্রেসের চিফ হুইপ বলেছেন, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে ব্যর্থ হয়েছে। কংগ্রেস সরকারের আমলে দেশে কৃষিক্ষেত্রে বিকাশের হার ছিল ৪.৫ শতাংশ। কিন্তু বর্তমান সরকারের আমলে সেই হার কমে মাত্র এক শতাংশে এসে ঠেকেছে। মুদ্রাস্ফীতির ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। এই সময় প্রধানমন্ত্রী ‘আটা’-র বদলে ‘ডেটা’-র কথা বলছেন।
এদিনই অবশ্য ওই অনুষ্ঠানে ভাষণ দিতে যাওয়ার সময় দলীয় সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন জ্যোতিরাদিত্য। দলের অনুষ্ঠানে গুরুত্ব না পেয়ে তাঁকে কালো পতাকা দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। এরপর জ্যোতিরাদিত্যর নিরাপত্তায় নিযুক্ত পুলিশের একটি জিপ উল্টে যায়। ৬ জন পুলিশকর্মী আহত হন। হাসপাতালে গিয়ে তাঁদের দেখে আসেন জ্যোতিরাদিত্য।
মোদীর না, কৃষকদের ছাতি ৫৬ ইঞ্চি, কটাক্ষ জ্যোতিরাদিত্যর
Web Desk, ABP Ananda
Updated at:
05 Oct 2016 10:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -