নয়াদিল্লি: দেশজুড়ে শুরু হল নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলন। রাষ্ট্রীয় কিষাণ মহাসঙ্ঘ অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী। সরকারি নীতির প্রতিবাদে আজ থেকে ১০ তারিখ পর্যন্ত  শাকসব্জি ও দুধের মত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে না বলে জানিয়েছে তারা।

মহাসঙ্ঘর দাবি, ২২টি রাজ্যের ১৩০টি কৃষক সংগঠন তাদের সমর্থন করেছে। ১-১০ তারিখ গোটা দেশে শাকসব্জি ও দুধ গ্রাম থেকে শহরে পাঠানো বন্ধ রাখবে তারা। যদি সত্যিই তা হয়, তাহলে গোটা দেশে খাবার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যেতে পারে।

কৃষকদের দাবি, কৃষিঋণ মকুব করতে হবে। শস্যের দামের দেড় গুণ দাম দিতে হবে তাঁদের, ছোট কৃষকদের উপার্জন নির্দিষ্ট করতে হবে ও ফলমূল, শাকসব্জি, দুধের ক্ষেত্রে লাভ হতে হবে দেড়গুণ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও পঞ্জাবের মত রাজ্যের কৃষক সংগঠনগুলি এই আন্দোলন সমর্থন করেছে। বনধে যোগ দিচ্ছে ছত্তিশগড় প্রগতিশীল কৃষক সংগঠন। এদের দাবি, এদের সঙ্গে ৩৫,০০০ কৃষক যুক্ত। এছাড়াও ওই রাজ্যের আরও ৭টি কৃষক সংগঠন এই বনধ সমর্থন করেছে।



সংগঠনগুলি জানিয়েছে, আজ থেকে ১০ দিন কৃষকদের বাইরে দুধ, সবজি বিক্রি করা রুখে দেবে তারা। শহরের বাসিন্দারা যদি গ্রামে কেনাকাটা করতে আসেন, তাঁদেরও আটকে দেওয়া হবে।

মধ্যপ্রদেশের শিবরাজ সিংহ চৌহান সরকার এই আন্দোলন কংগ্রেসের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। সব কৃষক এতে যোগ দিচ্ছেন না বলে তাদের দাবি।