চণ্ডীগড় : বল্লভগড়ে কলেজের ঠিক বাইরে আততায়ীর গুলিতে ছাত্রী খুনের ঘটনার বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। শুক্রবার এ কথা জানিয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ।

সোমবার ফরিদাবাদ জেলার বল্লভগড়ে বি-কমের তৃতীয় বর্ষের ছাত্রী নিকিতা আততায়ীর গুলিতে খুন হন। মূল অভিযুক্ত ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে চাপ দিচ্ছিল, ছাত্রী তা প্রত্যাখান করায় তাঁকে গুলি করে আততায়ী। গোটা ঘটনার পর থেকেই হরিয়ানা জুড়ে চলছে বিক্ষোভের আঁচ। বুধবারই তিন সদস্যের স্পেশাল ইনভেসটিগেশন টিম (সিট) গঠন করা হয়েছিল। তারা ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে তাদের কাজ শুরু করেছে।

ভিজ টুইটারে লিখেছেন, নিকিতা মৃত্যুর বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। প্রতিদিন শুনানির ভিত্তিতে দ্রুত সুবিচারের পথ নিশ্চিত করার দিকটা নিশ্চিত করতে চাই আমরা। ফরিদাবাদ পুলিশকে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব গোটা বিষয়টা নিয়ে চালান কোর্টে পেশ করতে।

গত দু‘বছর ধরেই ছাত্রীকে মূল অভিযুক্ত তৌসিফ উত্যক্ত করছিল বলে জানা গিয়েছে। ধর্মান্তরিত হয়ে বিয়ে করার প্রস্তাবও দিয়েছিল। আগে একবার তার বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছিল মৃতার পরিবার। পরে অবশ্য ছেলেটির পরিবার বিষয়টা সামলে নেওয়ার কথা বলায় তারা অভিযোগ প্রত্যাহার করে নেয়। যদিও হরিয়ানার মন্ত্রী বিষয়টিতে বিরোধী কংগ্রেসের নেতাদের চাপ কাজ করেছিল বলেই ইঙ্গিত করেছেন। যদিও সেই বক্তব্যের মধ্যে না জড়িয়ে আততায়ীর মৃত্যুদণ্ড চাইছে মৃতার পরিবার। ইতিমধ্যে পুলিশ মূল অভিযুক্ত ও তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে।