নয়াদিল্লি: দেশের রাজধানী আলো করা যত প্রদীপের নীচে এখনও দানা বেঁধে আছে ঘুটঘুটে অন্ধকার। শনিবার পূর্ব দিল্লির নিউ অশোকনগর এলাকায় ধরা পড়েছে বছর ৩৮-এর এক সিরিয়াল রেপিস্ট। হলিউডি মুভিকে হার মানিয়ে ১২ বছরে অন্তত ৫০০ শিশুকে ধর্ষণ করেছে সে।

অভিযুক্তের নাম সুনীল রাস্তোগি। পেশায় দর্জির কাজ করে, ৩ কন্যা সহ ৫টি সন্তান রয়েছে তার। পুলিশকে রাস্তোগী জানিয়েছে, ছোট মেয়েদের নিশানা করত সে। কোনও মেয়ে যখন একা একা স্কুল থেকে বাড়ি ফিরত, তখন বাবা তার জন্য জামাকাপড় পাঠিয়েছে, জিনিসপত্র পাঠিয়েছে-এমনই এটা ওটা বলে কোনও নির্জন জায়গায় তাকে নিয়ে যেত সে।

তার মেয়েদের সঙ্গেও সে এমন করেছে কিনা জানতে কাউন্সেলিং চলছে তাদের।

১০ তারিখ নিউ অশোকনগর পুলিশ স্টেশনে দুটি অপহরণের অভিযোগ আসে। বলা হয়, এক ব্যক্তি অভিযোগকারীদের ৯ ও ১০ বছরের দুটি মেয়েকে ভুলিয়ে নিয়ে যায়। এক বহুতলের সিঁড়িতে তাদের নিয়ে যাওয়া হলে ভয় পেয়ে চেঁচামেচি শুরু করে মেয়েদুটি। তখন লোকটি পালায়।

এর আগেও এক বালিকার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।

তিনটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে, মেয়েগুলির বয়স ছিল ৯ থেকে ১০-এর বেশি নয়। তাদের বাবার কথা শুনিয়ে ভোলানো হয়, নির্জন জায়গায় নিয়ে গিয়ে হয় ধর্ষণ করা হয়, নয়তো ধর্ষণের চেষ্টা চলে। সবকটি ঘটনাই একভাবে ঘটায় পুলিশকর্মীদের সন্দেহ হয়, সম্ভবত ১জনই সব কিছুর সঙ্গে জড়িত।

সিসিটিভি ফুটেজ দেখার পর ধরা পড়ে অভিযুক্ত। পুলিশি জেরায় জানিয়েছে, শুধু নিউ অশোকনগর নয়, দিল্লি, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও উত্তরাখণ্ডের রুদ্রপুরেও এই কর্ম করেছে সে।