নয়াদিল্লি:  বিজেপি সাংসদ এবং প্রাক্তন স্বরাষ্ট্রসচিব আর.কে সিংহর দাবি, সম্ভবত কূলভূষণ যাদবকে অত্যাচার করে মেরে ফেলেছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের সেনা আদালত চরবৃত্তি, অন্তর্ঘাতের ছক কষার অভিযোগে কূলভূষণকে দোষী সাব্যস্ত করে তাঁকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। আর.কে সিংহের দাবি, এগুলো সবই আসলে নাটক। নিজেদের দোষ ঢাকতে পাকিস্তান এই বিচারের নাটক করছে। কূলভূষণকে অনেক আগেই মেরে ফেলেছে পাক প্রশাসন।




এরপর আরার এই বিজেপি সাংসদ প্রশ্ন তোলেন, যদি সত্যিই কূলভূষণ বেঁচে থাকেন, তাহলে ভারতের তরফে ২০১৬-র ২৫ মার্চ থেকে ২০১৭-র ৩১ মার্চের মধ্যে যে ১৩ বার আবেদন পাঠানো হয়েছিল, যাতে কূলভূষণকে ভারতীয় দূতাবাস কর্তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়, সেটা কেন নামঞ্জুর করে পাকিস্তান?

ভারত একাধিকবার নৌসেনার এই প্রাক্তন আধিকারিকের সঙ্গে দেখা করতে চেয়েও পারেনি। এখান থেকেই বিজেপি সাংসদের মনে হয়েছে, খুব সম্ভবত আর বেঁচে নেই কূলভূষণ।

এরপর প্রাক্তন স্বরাষ্ট্রসচিব দাবি তোলেন, এখনই ফের ভারত সরকারের উচিৎ পাকিস্তানের কাছে কূলভূষণের সঙ্গে দেখা করার আবেদন জানানো। কারণ এরপর হয়তো পাকিস্তান কোনওদিন বলবে তারা কূলভূষণের ওপর মৃত্যুদণ্ড কার্যকর করেছে, এবং তাঁকে ফাঁসিতে চড়ানো হয়ে গেছে।

এদিকে কূলভূষণকে মৃত্যুদণ্ডরে নির্দেশ দেওয়ার পরই, এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেছে। গতকালই সংসদে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ হুঁশিয়ারি দেন, কূলভূষণের ওপর মৃত্যুদণ্ডের নির্দেশ যদি বলবৎ হয়, তাহলে তার ফল ভুগতে হবে ইসলামাবাদকে।