জম্মু: কেন্দ্রের কাছে ২৭ হাজার নিরাপত্তাকর্মী চাইল জম্মু ও কাশ্মীর সরকার। আসন্ন অমরনাথ তীর্থযাত্রা চলাকালে ভক্তরা বিচ্ছিন্নতাবাদীদের পাথর হামলার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করেই রাজ্য সরকার নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করতে চাইছে।
২৯ জুন থেকে শুরু হচ্ছে এবারের অমরনাথ যাত্রা। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হুঁশিয়ারি দেয়, অমরনাথ যাত্রীদের সামনে জঙ্গি হানার মতোই সমান বিপদ হতে পারে পাথরবাজি। মেহবুবা মুফতি প্রশাসন যাত্রীদের সুরক্ষা দিতে ২৭ হাজার জওয়ান চেয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক কর্তা।
গতকাল অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকের পরই তিনি এ কথা বলেন। বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহর্ষি। ছিলেন কেন্দ্র, রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা।
অশোক প্রসাদ নামে স্বরাষ্ট্রমন্ত্রকের ওই উপদেষ্টা বলেন, ৪০ দিনের অমরনাথ যাত্রা সন্ত্রাসবাদী হামলার পাশাপাশি পাথর হামলার মুখেও পড়তে পারে। সবরকম বিপদের কথা মাথায় রেখেই এগচ্ছি আমরা। নিশ্চিত ভাবেই আমরা শান্তিপূর্ণ যাত্রা সম্ভব করে তুলতে সব ব্যবস্থাই নেব। বৈঠকে মেহর্ষি সব নিরাপত্তা এজেন্সিকে পূর্ণ সমন্বয় রেখে কাজ করতে বলেন।
গত বছর অমরনাথ যাত্রাপথের সুরক্ষায় প্রায় ২০ হাজার আধাসামরিক জওয়ান নিয়োগ করা হয়েছিল।
প্রসঙ্গত, কাশ্মীর উপত্যকায় পরপর জঙ্গি হামলা সত্ত্বেও অমরনাথ যাত্রায় উত্সাহে ভাঁটা পড়েনি। এ বছর এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৮০ হাজার যাত্রী নাম নথিভুক্ত করিয়েছেন।
অমরনাথ যাত্রীদের পাথর হামলার মুখে পড়ার আশঙ্কা, ২৭০০০ জওয়ান চাইল জম্মু ও কাশ্মীর সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
24 May 2017 04:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -