নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের অভিযোগ উড়িয়ে দিয়ে আমলারা দাবি করলেন, তাঁরা ধর্মঘট করছেন না। সবাই কাজ করছেন। সব ফাইলের কাজ হয়ে গিয়েছে। তাঁরা রাজনীতির শিকার। তাঁরা ভয় পাচ্ছেন।

গতকাল ট্যুইট করে কেজরীবাল দাবি করেন, দিল্লির আমলারা ধর্মঘট করছেন। দিল্লিতে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। এই সমস্যা মেটানোর জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়া উচিত। দিল্লির উপ রাজ্যপাল অনিল বাইজলের বাসভবনে ধর্ণায় বসা তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে দেখা করতে না দেওয়া নিয়েও মোদীকে আক্রমণ করেন কেজরীবাল।

তবে আজ সাংবাদিক বৈঠকে আমলারা তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। মণীষা সাক্সেনা নামে এক আমলা বলেছেন, ‘আমরা ধর্মঘট করছি না। দিল্লির আমলারা ধর্মঘট করছেন বলে যে তথ্য দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা বৈঠকে যোগ দিচ্ছি, সব বিভাগের কাজ চলছে। এমনকী, কখনও কখনও ছুটির দিনেও আমরা কাজ করছি। সব ফাইলের কাজ হয়ে গিয়েছে। আমাদের তথাকথিত ধর্মঘটের জন্য নর্দমাগুলি থেকে নোংরা পরিষ্কারের কাজ ব্যাহত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, সেটা সত্যি নয়। আমরা শুধু আইনের প্রতি দায়বদ্ধ। আমরা সম্পূর্ণভাবে অরাজনৈতিক ও নিরপেক্ষ। আমাদের কোনওদিন নিজেদের অবস্থান স্পষ্ট করতে হয়নি।’

অপর এক আমলা তথা দিল্লির পরিবহণ কমিশনার বর্ষা জোশী বলেছেন, ‘একটি রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ায় অনৈতিকভাবে আমাকে আক্রমণ করছে। আমাদের যেভাবে নির্দিষ্ট কিছু কাজ করতে বাধ্য করা হয়েছে, সেটা ঠিক নয়। রাজনীতির স্বার্থে আমাদের ব্যবহার করা হচ্ছে। আমরা ভীত ও রাজনীতির শিকার। আমরা এখানে কাজ করতে এসেছি। সব ফাইলের কাজ হয়ে গিয়েছে। কোনও কাজ ব্যাহত হয়নি। মুখ্যসচিবের নিগ্রহের পর আমরা হতবাক ও আশঙ্কিত।’