ঝুনঝুনু: কন্যাভ্রুণ হত্যা 'গভীর লজ্জা'র বিষয়। শিশুকন্যাকে রক্ষা করতে শাশুড়িদের নেতৃত্ব দিতে হবে। আন্তর্জাতিক নারী দিবসে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, শিশুকন্যা রক্ষাকে গণ আন্দোলনে পরিণত করতে হবে রাজ্য সরকারগুলিকে। রাজস্থানে জাতীয় পুষ্টি মিশন (এনএমএম)-র সূচনা এবং 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পের সম্প্রসারণ ঘোষণা অনুষ্ঠানে মোদী বলেছেন, 'প্রত্যেকেই সমান। ছেলেদের মতো মেয়েদেরও সমান সুষ্ঠু শিক্ষার সুযোগ দেওয়া জরুরি। কন্যা সন্তান বোঝা নয়। মেয়েরা দেশের মুখ উজ্জ্বল করছেন, দেশকে গর্বিত করছেন'।
ছেলেদের মতোই কন্যাসন্তানদেরও সমান চোখে দেখার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কন্যা সন্তান বোঝা নয়, সমগ্র পরিবারের গর্ব। সমস্ত শিশুদের জন্য সমানভাবে পুষ্টির যোগান দেওয়া প্রয়োজন।
বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প বর্তমানের ১৬১ জেলা থেকে বাড়িয়ে দেশের ৬৪০ জেলায় সম্প্রসারণ ঘটানো হয়েছে।
মোদী বলেছেন, নতুন ভারত গড়ে তুলতে নারীদের জীবনে বদল এবং নারীশক্তি জাগ্রত করার প্রয়োজন রয়েছে। তিনি বলেছেন, 'ক্লাসরুম থেকে খেলাধুলো, সর্বত্রই মেয়েরা চোখধাঁধানো সাফল্য পাচ্ছে। কন্যাসন্তানরা যাতে সম অধিকার পায়, তার জন্য সমতার পরিবেশ গড়ে তুলতে হবে। লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের কোনও জায়গা নেই'।
দেশে কন্যাভ্রুণ হত্যার প্রবণতা নির্মূল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কন্যাভ্রুণ হত্যা গভীর লজ্জা ও উদ্বেগের বিষয়। এই অভিশাপ দূর করার জন্য সবাইকে একযোগে কাজ করার আর্জি জানান প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, অষ্টাদশ শতকের মানসিকতা নিয়ে একবিংশ শতকে নাগরিক হিসেবে দাবি করার কোনও হক নেই।