নয়াদিল্লি: তুরস্কে প্রেসিডেন্ট তায়িপ এরডোগানকে উত্খাত করার লক্ষ্যে গত মাসের ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য দায়ী ফেতুল্লা গুলেন সন্ত্রাসবাদী গোষ্ঠী (এফইটিও) লুকিয়ে ভারতে ঢুকেছে বলে দাবি করলেন তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুট ক্যাভুসোগলু। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন তিনি। ফেতুল্লা গোষ্ঠীকে ‘বিভিন্ন দেশে সক্রিয় অপরাধীদের গোপন নেটওয়ার্ক’ তকমা দিয়ে ক্যাভুসোগলু বলেন, দুর্ভাগ্যের বিষয়, ওরা বিভিন্ন সংগঠন ও স্কুলের আড়ালে ভারতে তলে তলে ‘অনুপ্রবেশ করেছে’।

প্রসঙ্গত, আমেরিকায় আশ্রয় নেওয়া ধর্মীয় নেতা গুলেনের দিকেই গত মাসের সামরিক অভ্যুত্থানের চেষ্টার জন্য আঙুল তুলেছিলেন এরডোগান।

ভারত সফরে আসা তুর্কি বিদেশমন্ত্রী এও বলেন, যেসব দেশে এফইটিও-র উপস্থিতি আছে, সেসব দেশকে আমরা অবিলম্বে ওই সন্ত্রাসবাদীদের তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে অনুরোধ করছি। যে কোনও ধরন, চেহারার সন্ত্রাসবাদই ভারত ও তুরস্ক-উভয়ের সামনে বিপদ বলে উল্লেখ করে তুরস্কের বিদেশমন্ত্রী বলেন, এ ধরনের বিপদের ব্যাপারে পারস্পরিক তথ্যের আদানপ্রদান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা ও জোট বাঁধার প্রয়োজন আছে। তুরস্ক ও ভারতের নজর রয়েছে এ ব্যাপারেই, বলেন তিনি।

এদিকে ক্যাভুসোগলুর বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া চাওয়া হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, তুরস্কের উদ্বেগের ব্যাপারে ভারত ‘সংবেদনশীল’। বেআইনি কার্যকলাপ চালিয়ে যাওয়া গুলেন গোষ্ঠীর সঙ্গে যুক্ত সংস্থাগুলি বন্ধ করে দিতে আঙ্কারার দাবি ‘খতিয়ে দেখা হচ্ছে’ বলে জানান তিনি।

গত মাসের সেনা বিদ্রোহ সম্পর্কে ক্যাভুসোগলু জানান, তুর্কি সেনাবাহিনীতে ফেতুল্লা অনুগামী একটি অংশই ১৫ জুলাই গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকারকে উল্টে দেওয়ার চেষ্টা করে। তিনি বলেন, সে সময় ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি দ্রুত সমর্থন প্রকাশ করায় আমরা তার প্রশংসা করি।

প্রসঙ্গত, অভ্যুত্থানের সময় ২৪০ জনের বেশি প্রাণ হারান। ১৫০০-র বেশি জখম হন।