নয়াদিল্লি: অর্থনৈতিকভাবে ক্ষমতাশালী নারী সমাজের অশুভ শক্তির বিরুদ্ধে রক্ষাকবচ। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশব্যাপী বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত প্রায় ১ কোটি মহিলার সঙ্গে নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপের মাধ্যমে কথা বলার সময় মোদী বলেন, মহিলাদের ক্ষমতায়নের জন্য আর্থিক স্বাধীনতা অত্যন্ত জরুরি। মহিলারা উদ্যোগী। এটা তাঁদের শেখাতে হয় না। তাঁদেরকে শুধুমাত্র কাজ করার সুযোগ দিতে হয়।
সমাজের সার্বিক উন্নয়নে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে মহিলাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি বলে মনে করে মোদী জানান, এদেশে মহিলাদের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে। এখন তাঁদের প্রয়োজন নিজেদের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল হওয়া।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক স্বাধীনতা একজন মহিলাকে উদ্যমী ও ক্ষমতাশালী করে তোলে। আর্থিকভাবে শক্তিশালী মহিলা সমাজের শয়তানির বিরুদ্ধে রক্ষাকবচ। গ্রামীণ অঞ্চলে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রশংসা করেন মোদী।
মোদী বলেন, ২০১৪ সাল থেকে সরকার ২০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছে। প্রায় ২.২৫ কোটি পরিবারকে এর আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী যোগ করেন, ৪৫ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। তাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৫ কোটি মহিলা। এর ফলে, ৫ কোটি পরিবারে রোজগেরে সদস্যের সংখ্যা বেড়েছে।
মোদী মনে করিয়ে দেন, পশুপালন ও কৃষি – গ্রামাঞ্চলের এই দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্র মহিলাদের অংশগ্রহণ ছাড়া অচল। তিনি বলেন, গ্রামাঞ্চলের আর্থিক সমৃদ্ধির ভিত্তিপ্রস্তর হল এই স্বনির্ভর গোষ্ঠীগুলি। প্রধানমন্ত্রীর মতে, সমাজে পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে মহিলাদের।