মুজফফরপুর: ‘দি এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির ব্যাপারে আগের নির্দেশ পালন না হওয়ায় উষ্মা প্রকাশ করে এফআইআর করতে বলল আদালত। সেই নির্দেশ মেনে মুজফফরপুর পুলিশ কান্তি থানায় এফআইআর দায়ের করল অভিনেতা অনুপম খের, অক্ষয় খন্না ও আরও ১২ জনের বিরুদ্ধে। এঁরা সবাই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জমানা নিয়ে তৈরি ওই ছবির সঙ্গে যুক্ত। গত ১১ জানুয়ারি মুক্তি পায় ছবিটি।
আইনজীবী সুধীর কুমার ওঝার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮ জানুয়ারি পুলিশকে অনুপম, অক্ষয় ও ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল আদালত। ছবিতে মনমোহন ও অন্য জনজীবনে পরিচিত ব্যক্তিত্বকে খারাপ ভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ ওই আইনজীবীর। ছবিটি রিলিজ হওয়ার আগে প্রোমো দেখেই তাঁর খারাপ লেগেছে কারণ তাঁদের এমন ভাবে দেখানো হয়েছে যা দেশের খারাপ ভাবমূর্তিকে খাটো করেছে বলে জানিয়েছেন তিনি।
ওঝা জানান, তিনি গত ৪ ফেব্রুয়ারি সাব ডিভিশনাল ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সাবা আলমের আদালতে জানান, তাদের ৮ জানুয়ারির নির্দেশ পুলিশ কার্যকর করেনি। অভিযোগ পেয়ে আদালত মুজফফরপুরের এসএসপির মাধ্যমে কান্তি থানাকে শো কজ নোটিস দেয়। এরপরই পুলিশ মঙ্গলবার এফআইআর দায়ের করে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিরোধ, শক্রতা ছড়ানো, আপত্তিকর সামগ্রী বিক্রি, শান্তিভঙ্গ ও ফৌজদারি অপরাধে প্ররোচনা দেওয়ার উদ্দেশ্যে অপমান সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির ২৯৫, ১৫৩, ১৫৩ এ, ২৯৩, ৫০৪, ৫০৬, ১২০ বি ও ৩৪ অনুচ্ছেদ এফআইআর দায়ের করে পুলিশ।
ছবিতে অনুপম ও অক্ষয় অভিনয় করেছেন যথাক্রমে মনমোহন সিংহ ও তাঁর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর চরিত্রে। বারুর লেখা বইয়ের ভিত্তিতেই তৈরি হয়েছে ছবিটি। এফআইআরে নাম থাকা বাকিদের মধ্যে আছেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, তত্কালীন কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গাঁধী, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, আরজেডি নেতা লালুপ্রকাশ যাদব। ছবির প্রযোজক, পরিচালকের নামও আছে।