রাজকোটের উপলেটা তহসিলে আগুন লাগে রাষ্ট্র কথা শিবির নামে ছাত্রছাত্রীদের এক সমাবেশে। দুর্ঘটনার সময় হাজির ছিলেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা ৫০,০০০ ছাত্রছাত্রী। শিবিরের শেষ দিন রাত সাড়ে এগারোটা নাগাদ শিবিরে আগুন লেগে যায়। এতে ৩ ছাত্রী মারা গিয়েছেন, আহত অন্তত ১৫। মনে করা হচ্ছে, আগুন লাগে শর্ট সার্কিট থেকে।
পাশাপাশি রাজস্থানের জয়পুরেও আজ ভোরে আগুন লেগে ৫ জনের প্রাণহানি ঘটেছে। জয়পুরের বিদ্যানগর সেক্টর ৯-এ পরপর দুটি গ্যাস সিলিন্ডার ফেটে ১ পরিবারের ৫ জন মারা গিয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও বৃদ্ধ ঠাকুর্দা। ভুল করে সিলিন্ডার অন থাকার ফলে আগুন লাগে বলে জানা গিয়েছে।