চেন্নাই: পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান তৈরির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সোমবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে সেই মহাকাশযানের একটি ছোট সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে। মহাকাশযানটির ব্যবহার শেষ হওয়ার পর সেটিকে মহাকাশে ধ্বংস না করে ফেলে ফের ব্যবহারের কথা ভাবা হয়েছে, এর ফলে মহাকাশযান উৎক্ষেপণের খরচ অন্তত ১০ গুণ কমিয়ে আনা হবে। এমনকী এ ধরনের যানেরই উন্নততর সংস্করণে মহাকাশচারীকে শূন্যে পাঠানোর চিন্তাভাবনা চালাচ্ছে ইসরো।


পরীক্ষামূলকভাবে যে যানটি উৎক্ষেপণ করা হচ্ছে, শব্দের থেকে ৫ গুণ গতিতে মহাকাশে পাড়ি দেবে সেটি। মাটি থেকে ৭০ কিলোমিটার উঁচুতে উঠে ১৮০ ডিগ্রি পাক খেয়ে সেটি ঝাঁপ দেবে বঙ্গোপসাগরে। গোটা প্রক্রিয়ায় মিনিট দশেকের বেশি সময় লাগবে না।

তবে বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, পুনর্ব্যবহারযোগ্য লঞ্চার পুরোদস্তুরভাবে মহাকাশে পাঠাতে এখনও অন্তত ১০ বছরের অপেক্ষা।