আমদাবাদ: প্রত্যেকটি প্যাকেটের ওজন এক কেজি করে। মোট ৩৫টি প্যাকেটে করে ৩৫ কেজি হেরোইন! যার আনুমানিক বাজারমূল্য? ১৭৫ কোটি টাকা!

এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হল গুজরাতের সমুদ্রে ভেসে বেড়ানো একটি মাছ ধরার নৌকার পাঁচ সওয়ারির থেকে। যারা প্রত্যেকেই আবার পাকিস্তানের নাগরিক! জাতীয় উপকূলরক্ষীবাহিনী থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ৩৫টি প্যাকেটে করে ৩৫ কেজি হেরোইন ভারতে পাচার করার চেষ্টা চলছিল। গুজরাতের কচ্ছ জেলার জাখাউ উপকূল থেকে বমাল আটক করা হয় পাঁচ পাকিস্তানিকে।

সোমবার সাতসকালের এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। ঘটনাটি বাড়তি মাত্রা পেয়ে গিয়েছে কারণ, ২০০৮ সালে এমনই মাছ ধরার নৌকা করে ভারতে ঢুকেছিল আজমল কাসভরা। গোপন সূত্রে খবর পেয়ে উপকূলরক্ষীবাহিনী ও গুজরাতের সন্ত্রাসদমন স্কোয়াড সোমবার সকালে যৌথ অভিযান চালিয়ে ওই নৌকা এবং পাঁচ পাকিস্তানি নাগরিককে আটক করে। উপকূলরক্ষীবাহিনীর তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের মাছ ধরার নৌকা করে পাকিস্তান থেকেই ওই মাদক আসছিল।’

জলপথে চিরুনি তল্লাশি শুরু হতেই জাখাউ উপকূলের কাছে একটিু সন্দেহভাজন নৌকা চোখে পড়ে। সেটি থেকেই মাদক উদ্ধার হয়। ধৃতদের জেরা করে বিস্তারিত জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পাঁচ ধৃতের নাম আনিস ইসা ভাট্টি (৩০), ইসমাইল মহম্মদ কাচিচি (৫০), আশরফ উসমান কাটচি (৪২), করিম আবদুল্লাহ কাটচি (৩৭) ও আবুবকর আশরফ সুমরা (৫৫)। প্রত্যেকেই করাচির বাসিন্দা বলে জানানো হয়েছে।