নয়াদিল্লি: মধ্যবিত্তের মন অখুশি। তবে মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে কর্পোরেটের জন্য ভাল খবর রয়েছে। তাই বাজেটকে স্বাগত জানাচ্ছে তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বৃহস্পতিবার ঘোষণা করেন, যে সংস্থাগুলির বার্ষিক আয় ২৫০ কোটি টাকা পর্যন্ত, তাদের কর্পোরেট ট্যাক্সের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। কৃষি উৎপাদক যে সব সংস্থার বার্ষিক আয় ১০০ কোটি টাকা পর্যন্ত, তাদের ১০০ শতাংশ কর ছাড় দেওয়া হবে।
মোদী সরকারের এই বাজেটে কর্পোরেট সংস্থার মুখে হাসি ফুটলেও, যাঁরা শেয়ার-মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাঁদের হাসি উড়ে গিয়েছে। বছরে ১ লক্ষ টাকার বেশি লং টার্ম ক্যাপিটাল গেইনে ১০ শতাংশ কর বসিয়েছে কেন্দ্র।
অনেকে বলছেন, প্রথমে ব্যাঙ্ক-পোস্ট অফিসে সুদের হার কমিয়ে মানুষকে শেয়ার বাজারমুখী হতে বাধ্য করা হল। তারপর আবার সেখানেও করের বোঝা চাপিয়ে দেওয়া হল। এরপর সঞ্চয়ের জন্য মানুষ যাবে কোথায়?
বিরোধীরা বারবারই অভিযোগ করে, মোদী সরকার ধনীদের সরকার। এবারের বাজেটে চাকুরিজীবীদের উপর বোঝা চাপিয়ে, কর্পোরেটকে ছাড় দেওয়ার ঘোষণা, বিরোধীদের এই অভিযোগকে কি আরও জোরাল করবে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।
বাজেটে কমল কর্পোরেট কর, চাপল শেয়ার-মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে
Web Desk, ABP Ananda
Updated at:
01 Feb 2018 08:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -