নয়াদিল্লি:  উচ্চশিক্ষায় সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি গঠন সহ একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করা হল বাজেটে। এবার থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
এবারের বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি স্বশাসিত ও স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসেবে ন্যাসনাল টেস্টিং এজেন্সি গঠনের প্রস্তাব দিয়েছেন। জেটলি বলেছেন, এরফলে সিবিএসই, এআইসিটিই ও অন্যান্য প্রথমসারির প্রতিষ্ঠানগুলি প্রবেশিকা পরীক্ষা গ্রহণের দায় থেকে মুক্ত হয়ে শিক্ষার ক্ষেত্রে বেশি মনোনিবেশ করতে পারবে।
জেটলি বলেছেন, স্কুলগুলি পড়াশোনার ফলাফল নিরূপণের জন্য একটি পদ্ধতি গড়ে তোলা হবে। বিজ্ঞান শিক্ষার ওপর অধিক গুরুত্ব এবং স্থানীয় ও উদ্ভাবনমূলক বিষয়ের মাধ্যমে সৃষ্টিশীলতা বাড়ানোর জন্য নমনীয় পাঠক্রমের  প্রস্তাবও অর্থমন্ত্রী দিয়েছেন।
মাধ্যমিক স্তরের পড়াশোনার ক্ষেত্রে যাতে সবার সুযোগ, লিঙ্গ সমতা ও শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা যায়, সেজন্য একটি বিশেষ তহবিল গঠনের কথাও জানিয়েছেন জেটলি। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষায় পিছিয়ে পড়া ৩,৪৭৯ টি ব্লকে বিশেষ সুযোগ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী। এজন্য কমপক্ষে ৪৫০ টি অনলাইন কোর্স সহ স্বয়ম প্ল্যাটফর্ম চালুর কথাও বলেছেন তিনি। এরফলে পড়ুয়ারা সেরা শিক্ষকদের পড়ানো জানার সুযোগ পাবে।
বাজেট বক্তৃতায় জেটলি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি)-র সংস্কারের কথাও জানিয়েছেন।