পানাজি: প্রিয় দল পর্তুগাল। তাই রোনাল্ডোদের ইউরো কাপ বিজয়ে সেলিব্রেশনে মেতেছিলেন লুকাস কারভালহো নামে গোয়ার ফুটবল-প্রেমী এক পর্তুগাল-ফ্যান। কিন্তু উচ্ছ্বাসের মাত্রা একটু বেশিই হয়ে গিয়েছিল বোধহয়। আচমকা সোজা এক মন্দিরে ঢুকে নেকলেশ জড়ানো একটি ক্রুশ দেবীমূর্তির সামনে নিবেদন করেন! সঙ্গে সঙ্গে তুমুল আপত্তি তোলেন মন্দিরের ভক্তরা। মন্দির অপবিত্র করার অভিযোগে কারভালহোকে পানাজি থেকে ৮০ কিমি দূরে সাঙ্গুয়েম গ্রামের মন্দির থেকে গ্রেফতার করা হয়।
দোষ কবুল করেছে ছেলেটি, জানিয়েছেন পুলিস ইনসপেক্টর উত্তম রাউত দেশাই। সে আমাদের বলেছে, ২০১৬-র ইউরো ফাইনালে পর্তুগালের জয়ের খুশিতেই মন্দিরে সে হার জড়ানো ক্রুশ নিবেদন করেছে, বলেছেন দেশাই। তাকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করায় এ ঘটনায় কোনও পাল্টা প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে তার এহেন আচরণের পিছনে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার মতলব ছিল কিনা, বুঝতে তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ অফিসারটি।
প্রসঙ্গত, পর্তুগালের শাসন থেকে গোয়া স্বাধীন হয় ১৯৬১ সালে। পর্তুগালের সঙ্গে গোয়ার সেই যোগ রয়ে গিয়েছে আজও। কারভালহোই তার প্রমাণ।
পর্তুগালের জয়ে মন্দিরে নেকলেশ জড়ানো ক্রুশ নিবেদন, গ্রেফতার যুবক
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jul 2016 01:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -