দোষ কবুল করেছে ছেলেটি, জানিয়েছেন পুলিস ইনসপেক্টর উত্তম রাউত দেশাই। সে আমাদের বলেছে, ২০১৬-র ইউরো ফাইনালে পর্তুগালের জয়ের খুশিতেই মন্দিরে সে হার জড়ানো ক্রুশ নিবেদন করেছে, বলেছেন দেশাই। তাকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করায় এ ঘটনায় কোনও পাল্টা প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে তার এহেন আচরণের পিছনে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার মতলব ছিল কিনা, বুঝতে তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ অফিসারটি।
প্রসঙ্গত, পর্তুগালের শাসন থেকে গোয়া স্বাধীন হয় ১৯৬১ সালে। পর্তুগালের সঙ্গে গোয়ার সেই যোগ রয়ে গিয়েছে আজও। কারভালহোই তার প্রমাণ।