নয়াদিল্লি: মাত্র দশ পয়সা বা কুড়ি পয়সার বিনিময় একজন গ্রাহকের ব্যাঙ্কের বিভিন্ন তথ্য পাচার হয়ে যাচ্ছে। এমনভাবে প্রায় এক কোটি গ্রাহকের তথ্য বিক্রি হয়ে গেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তে।

সম্প্রতি নয়াদিল্লির গ্রেটার কৈলাসের এক ঘটনার তদন্তে নেমে পুলিশের সামনে এই তথ্য আসে। ৮০ বছরের এক বৃদ্ধা তাঁর ক্রেডিট কার্ডের মাধ্যমে ১.৪৬ লক্ষ টাকা খুইয়ে ফেলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ব্যাঙ্কের ভেতরের লোক, কল সেন্টার কর্মীরাই জালিয়াতদের কাছে সেই বৃদ্ধার তথ্য পৌঁছে দেয়। তারপরই শুরু হয় তাদের কর্মকাণ্ড। প্রতি লোক পিছু মাত্র দশ বা কুড়ি পয়সার বিনিময় সমস্ত তথ্য বিক্রি হয়ে যাচ্ছে। পুলিশ সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে এই চক্রের অন্যতম মূল পান্ডাকে গ্রেফতার করে। তার থেকে প্রায় এক কোটি ভারতীয়র চুরি করা তথ্য হাতে পেয়েছে পুলিশ, দাবি ডিসিপি (দক্ষিণ-পূর্ব) রোমিল বানিয়ার।

গ্রাহকদের যে সমস্ত তথ্য পাচার হয়ে যাচ্ছে তারমধ্যে রয়েছে কার্ড নম্বর, কার্ড হোল্ডারের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর। বিভিন্ন বিভাগে ভাগ করা রয়েছে সেই তথ্যগুলো। এরমধ্যে জালিয়াতদের কাছে সবচেয়ে বেশি পছন্দ হল প্রবীণ নাগরিকদের ব্যাঙ্কের তথ্য।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম পুরান গুপ্ত। সে জানিয়েছে, মাত্র ১০ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে পঞ্চাশ হাজার ব্যক্তির তথ্য তাদের হাতে চলে এসেছে। এরপর সেই তথ্য কাজে লাগিয়ে জালিয়াতরা তাদের টার্গেটকে ফোন করে। তারপর তাদের সামনে ব্যাঙ্ককর্মী সেজে বিভিন্ন তথ্য জেনে নেয়, যেমন সিভিভি নম্বর এবং ওটিপি। এরপর তারা সেই তথ্য ব্যবহার করে টাকা তুলে নেয়। অনেক সময়ই এইধরনের চক্রের সদস্যরা গ্রাহকদেরকে ফোন করছে এই বলে যে তাদের অ্যাকাউন্টে বিভিন্ন কিছু সন্দেহজনক লেনদেন হচ্ছে। সেই লেনদেন রোধ করতে বিশেষ কিছু তথ্য দরকার। গ্রাহকরা কিছু না ভেবেই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন এবং এই চক্রের ফাঁদে পড়ে বিশাল অঙ্কের টাকা খোয়াচ্ছেন।