নয়াদিল্লি: ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। দেখে নেওয়া যাক এক টাকার হিসেবে আয়-ব্যয়।
এবারের বাজেটে যে আয়-ব্যয়ের হিসেবে দেওয়া হয়েছে, তারমধ্যে আয়ের ১৯ পয়সা আসবে বাজার থেকে ধার করে। আবার সুদ মেটাতে ব্যয় হবে ১৮ পয়সা।
বাজেট অনুযায়ী, আগামী অর্থবর্ষে ৬৮ পয়সাই আসবে প্রত্যক্ষ ও পরোক্ষ কর থেকে।
সবচেয়ে বেশি ব্যয় হবে কর ও শুল্ক বাবদ রাজ্যগুলির প্রাপ্য দিতে। এ বাবদ ব্যয় ২৪ পয়সা। সুদ মেটাতে ব্যয় ১৮ পয়সা।
১ টাকার হিসেবে প্রতিরক্ষা খাতে বরাদ্দ গতবারের ১০ পয়সা থেকে কমিয়ে চলতি অর্থবর্ষে করা হয়েছে ৯ পয়সা।
রাজস্ব বাবদ কোষাগারে যে অর্থ আসবে তার সিংহভাগই কর্পোরেট কর থেকে। ১ টাকার হিসেবে এর পরিমাণ ১৯ পয়সা। পরিষেবা কর থেকে আসবে ১০ পয়সা। আয়কর থেকে আয় গত অর্থবর্ষের ১৪ পয়সা থেকে বেড়ে হবে ১৬ পয়সা।
পরোক্ষ কর থেকে অন্তঃশুল্ক ও রফতানি শুল্ক বাবদ আয় হবে ২১ পয়সা।
বিলগ্নিকরণের মতো করবহির্ভূত উত্স থেকে ১০ পয়সা এবং নন-ডেট ক্যাপিটাল রিসিপ্টস থেকে ৩ পয়সা আয় করার কথা ভাবছে সরকার।
বাজেট ২০১৭: প্রতি এক টাকার হিসেবে আয়-ব্যয়ের হিসেব
ABP Ananda, web desk
Updated at:
01 Feb 2017 04:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -