চেন্নাই: হোটেলে গিয়ে মদ্যপ অবস্থায় চেয়েছিলেন নিরামিষ খাবার। কিন্তু তার বদলে ভুল করে মাংসের পদ এনে দেন এক কর্মী। রেগে গিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল মাদুরাইয়ের এক আইনজীবীর বিরুদ্ধে। তবে অল্পের জন্য গুলি লাগেনি। মাথবন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনা ঘটেছে কেলামবাক্কমের একটি হোটেলে। মঙ্গলবার রাত ১১টা নাগাদ নিরামিষ পদের অর্ডার দেন মাথবন। কিন্তু তাঁকে আমিষ পদ এনে দেন এক ওয়েটার। মাথবন রাগে ফেটে পড়েন। ওই ওয়েটার ক্ষমা চাওয়ার পরেও তাঁকে মারতে থাকেন মাথবন। তিনি আগ্নেয়াস্ত্র বার করে গুলিও চালিয়ে দেন। যদিও গুলি ওই ওয়েটারের গায়ে না লেগে একটি গাড়ির কাচে লাগে। এরপরেই ওই হোটেলের এক কর্মী পুলিশে খবর দেন। পুলিশকর্মীরা এসে মাথবনকে গ্রেফতার করেন। সেই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। সেটির লাইসেন্স আছে বলে জানা গিয়েছে।