নয়াদিল্লি: কিছুদিনের মধ্যেই ভারতে সব নার্কো সংক্রান্ত অপরাধ এবং অপরাধীদের বিষয়ে তথ্যভাণ্ডার তৈরি করা হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। দু’দিনের ‘মাদক আইন প্রয়োগ’ সম্মেলনে এ কথা জানিয়েছেন রাজনাথ। তিনি বলেছেন, তথ্যভাণ্ডার তৈরি হলে মাদক সংক্রান্ত অপরাধের মোকাবিলা করতে সুবিধা হবে তদন্তকারী সংস্থাগুলির। এই তথ্যভাণ্ডার তৈরি হলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে (এনসিবি) এর জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে। একটি নতুন সফটঅ্যয়ার তৈরি করা হবে। জেলাস্তর পর্যন্ত পুলিশের সব বিভাগ এই তথ্যভাণ্ডারের সুবিধা পাবে।

দেশে মাদকের ব্যবসা রোখার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন রাজনাথ। তিনি জানিয়েছেন, ‘আমাদের অর্থনীতিতে অবৈধ মাদক ব্যবসার অর্থ ঢোকা বন্ধ করার জন্য প্রতিটি মামলার ক্ষেত্রে উপযুক্ত আর্থিক তদন্ত করতে হবে। মাদক পাচারকারীদের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। এর ফলে মাদক পাচারকারীদের শিরদাঁড়া ভেঙে যাবে। তবে ভারতে মাদক সংক্রান্ত অপরাধ রোখার জন্য তদন্তকারী সংস্থাগুলিকে আরও অনেক কাজ করতে হবে।’