নয়াদিল্লি: গত বছর আজকের দিনে শিলংয়ের ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে বক্তব্য রাখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মিসাইলম্যান এ পি জে আবদুল কালামের। প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিতে আজ সকালে তাঁর জন্মভিটে তামিলনাড়ুর রামেশ্বরমে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে আয়োজিত হয় গোটা অনুষ্ঠান।

কালামের স্মরণে ৩ ডি মডেলের তাঁর লাইফ-সাইজ মূর্তি স্থাপিত হয়। মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর, নগর উন্নয়ন এবং তথ্য সম্প্রচার মন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু। উদ্বোধন করা হয় কালামের জীবনী নিয়ে তৈরি প্রদর্শনী “মিশন অফ লাইফ”। তাঁর জীবনের সমস্ত অর্জিত সাফল্য, কৃতিত্ব, দেশের প্রতি তাঁর অবদান সেখানে বর্ণিত রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।