আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে চারটি করোনা ভ্যাকসিনের, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2020 04:46 PM (IST)
আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে চারটি সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে প্রবেশ করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এ কথা বলেছেন। এখন দেশে অন্তত ১৪ টি ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে।
নয়াদিল্লি: আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে চারটি সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে প্রবেশ করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এ কথা বলেছেন। এখন দেশে অন্তত ১৪ টি ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে।
বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও-এর সঙ্গে অনলাইন আলাপচারিতায় বর্ধন বলেছেন, নোভেল করোনাভাইরাসের দাপট রুখতে সারা বিশ্বজুড়েই ভ্যাকসিন তৈরির কাজ চলছে।
তিনি বলেছেন, এই মুহূর্তে ১০০-র বেশি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পর্যায়ে কাজ চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই প্রচেষ্টায় সমন্বয়সাধনের কাজ করছে। ভারতও এই প্রচেষ্টায় সক্রিয়ভাবে অবদান রাখছে। শিল্পমহল, শিক্ষাজগত এ বিষয়ে অবদান রাখছে এবং আমাদের মন্ত্রক জৈবপ্রযুক্তি বিভাগকে এই প্রচেষ্টায় সহায়তা করছি।
বর্ধন জানিয়েছেন, যারা এই বিষয়টি নিয়ে কাজ করছে, তাদের আর্থিক ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ১৪ ভ্যাকসিনের মধ্যে চারটির আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে। এখন এগুলি প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন কবে আসবে, তা বলা খুবই কঠিন। তবে চিকিত্সক হিসেবে বলতে পারি, এর যা প্রক্রিয়া রয়েছে, তাতে খুব কম করে এক বছর সময় লাগতে পারে।
মন্ত্রী বলেছেন, যতদিন না ভ্যাকসিন তৈরি হচ্ছে, ততদিন সবাইকে মাস্ক পরা ও সামাজিক দূরত্বের মতো বিধি পালন করতে হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -