নয়াদিল্লি: সাংবাদিক বৈঠক করলেন সুপ্রিম কোর্টের চার সিনিয়র বিচারপতি। প্রবল জল্পনা চলছে এ ঘটনায়। কেননা স্বাধীন ভারতের ইতিহাসে শীর্ষ আদালতের বিচারপতিদের প্রকাশ্যে সাংবাদিকদের ডেকে মুখ খোলার নজির নেই। বিচারপতি জে চেলামেশ্বর ছাড়াও আছেন বিচারপতি এম বি লোকুর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি ক্যুরিয়েন জোসেফ।

বিচারপতি জে চেলামেশ্বরের বাসভবনে হয় সাংবাদিক বৈঠক। সেখানে তিনি বলেন, এ এক ব্যতিক্রমী ব্যাপার। কোনও আনন্দের ব্যাপার নয় এটা যে, আমরা সাংবাদিক বৈঠক ডাকতে বাধ্য হলাম। এটা আমাদের কাছে যন্ত্রণার মূহূর্ত। সুপ্রিম কোর্টে সব কিছু ঠিকঠাক চলছে না। শীর্ষ আদালতের প্রশাসন সঠিক ভাবে কাজ করছে না। গত কয়েক মাসে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যা কাঙ্খিত নয়।
আমাদের চার বিচারপতির মনে হয়েছে যে, সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। দেশের প্রতিও এটা আমাদের কর্তব্য যে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের গোচরে আনা যে সব কিছু ঠিক নেই। আজ সকালেও তাঁর সঙ্গে দেখা করে বিষয়গুলি তাঁকে জানাই। কিন্তু আমরা তাঁকে এটা বোঝাতে পারিনি, ব্যর্থ হয়েছি।
কী কী ব্যাপারে তাঁরা সাংবাদিকদের সামনে এলেন, জানাতে গিয়ে বিচারপতি চেলামেশ্বর বলেন, প্রধান বিচারপতি যেভাবে বিভিন্ন মামলার ভার বন্টন, বরাদ্দ করছেন, সেটি একটি ইস্যু। এছাড়াও নানা বিষয় আছে।
সুপ্রিম কোর্ট সুরক্ষিত না থাকলে দেশে গণতন্ত্র বাঁচবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিচারপতি চেলামেশ্বর এও বলেন, আমরা চাই না আজ থেকে ২০ বছর বাদে লোকে বলুক, সুপ্রিম কোর্টের ৪ সিনিয়র বিচারপতি নিজেদের সত্ত্বা বিকিয়ে দিয়েছিলেন।