নয়াদিল্লি: ‘ভৌতিক’ভাবে মারা গেলেন একাধিক ‘ভৌতিক’ বাড়ির রহস্যভেদ করা তরুণ গৌরব তিওয়ারি।

খবরে প্রকাশ, ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির প্রতিষ্ঠাতা এবং সিইও ৩২-বছরের তরুণকে গত বৃহস্পতিবার দ্বারকায় নিজের বাড়ির বাথরুমে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে বাঁচাতে পারেন নি চিকিৎসকরা।

নেশা ছিল ভূত খোঁজা। সেই নেশাকেই পেশায় পরিণত করেছিলেন গৌরব। জানা গিয়েছ, প্রায় ৬ হাজারের বেশি ‘ভৌতিক বাড়ি’-তে রাত কাটান তিনি। লক্ষ্য ছিল, মানুষের মন থেকে ভূতের ভয়কে নির্মূল করা। ভৌতিক জায়গা বলে পরিচিত বাড়িগুলির সম্পর্কে সঠিক তথ্য পেশ করা। এই ভাবনা থেকেই ২০০৯ সালে গড়ে তোলেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি।

কিন্তু কীভাবে মৃত্যু হল গৌরবের? খবরে প্রকাশ, গত বৃহস্পতিবার বাথরুমে ছিলেন গৌরব। পরিবারের সদস্যরা আচমকা একটি বিকট শব্দ শুনতে পান। গিয়ে দেখেন, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন গৌরব। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, গৌরব আত্মহত্যা করেছেন। যদিও, সেই তত্ত্ব মানতে নারাজ তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা। তাঁদের মতে, গৌরব ভীষণই হাসিখুশি প্রকৃতির মানুষ ছিলেন। তাই, তাঁর এভাবে আত্মহত্যা করার কোনও কারণ নেই।

তবে তাঁর স্ত্রী পুলিশকে যা বলেছেন, তা শুনলে শরীরে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তিনি জানান, সাম্প্রতিককালে, গৌরবকে বারবার বলতে শোনা গিয়েছে, কোনও ‘অশুভ’ শক্তি তাঁকে টানছে।  আর সেই শক্তিকে তিনি নিয়স্ত্রণ করতে পারছেন না। স্বামীর এই কথাকে তিনি গুরুত্ব দেয়নি বলে পুলিশকে জানান গৌরবের স্ত্রী। উল্টে তাঁর মনে হয়েছিল, কাজের চাপের কারণে তাঁর স্বামী হয়ত এমন সব কল্পনা করছে।

যদিও, গৌরবের এই অস্বাভাবিক মৃত্যু সব ভাবনাচিন্তাই পাল্টে দিয়েছে। এখন, সারা জীবন মানুষকে ‘ভূতের ভয়’ থেকে মুক্ত করার প্রয়াস করে গিয়েছেন যে গৌরব, তাঁর ‘ভৌতিক’ মৃত্যুর রহস্যভেদে সকলেই দিশেহারা।