গত নভেম্বরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রাখার পর ফরাসি নভশ্চর টমাস পেসকুয়েট ভারতের ছবি শেয়ার করছেন। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে একটি অসাধারণ ছবি শেয়ার করেছেন তিনি। মহাকাশ থেকে তোলা ব্রহ্মপুত্রের যে ছবি তিনি শেয়ার করেছেন, তা নয়নাভিরাম। ক্যাপশনে লিখেছেন, ভারতে ব্রহ্মপুত্র নদে সূর্যের প্রতিফলন।
রোদে ঝিলমিল ব্রহ্মপুত্রের সেই ছবি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে।বহু ভারতীয় এই ছবি শেয়ার করার জন্য ফরাসি নভশ্চরকে ধন্যবাদ জানিয়েছেন।