পয়লা এপ্রিল থেকে বাড়ছে গাড়ি রাখার খরচ। মহার্ঘ হচ্ছে গাড়ি বিমা। ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, বার্ষিক গাড়ি বিমার পরিমাণ ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেড় হাজার সিসি গাড়ির ক্ষেত্রে বার্ষিক বিমার পরিমাণ ২২৩৭ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩১৩২ টাকা।
দেড় হাজার সিসির উপরে গাড়ি বিমা খরচ বার্ষিক ৬১৬৪ টাকা থেকে ৮৬৩০ টাকা করা হচ্ছে। তবে এক হাজার সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে বিমার হারে কোনও পরিবর্তন হচ্ছে না। বাড়ছে দু চাকা ও তিন চাকা গাড়ির বিমার পরিমাণও।
এদিকে আগামী জুলাই থেকে পণ্য পরিষেবা করের আওতায় আসছে জমি লিজ, বাড়ি ভাড়া ও নির্মীয়মাণ আবাসন কেনার জন্য নেওয়া মাসিক ঋণের কিস্তি। তবে জমি-বাড়ি বিক্রির ক্ষেত্রে এই কর লাগু হবে না। এধরনের লেনদেনে এখনকার মতোই দিতে হবে স্ট্যাম্প ডিউটি। লোকসভায় যে কেন্দ্রীয় জিএসটি বিল পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, যে কোনও ধরনের লিজ, ভাড়া ও লাইসেন্সের মাধ্যমে কোনও জমি নেওয়া হলে, তা পরিষেবা প্রদান হিসাবে গণ্য করা হবে। এছাড়া, নির্মীয়মাণ বাড়ি বিক্রয়ও জিএসটি-র আওতায় পড়বে।