নয়াদিল্লি: অভিনব সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিবেশ-বান্ধব ও বিষাক্তহীন "অ্যান্টি-ব্যাক্টেরিয়াল" উপাদানযুক্ত পেইন্টের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। "খাদি প্রাকৃতিক পেইন্ট" নামের ওই পেইন্টটি তৈরি করেছে খাদি ও ক্ষুদ্র শিল্প কমিশন। পেইন্টটিকে দেশের প্রথম গোবর-পেইন্ট হিসেবেও উল্লেখ করা হয়েছে।


মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এটি বিশ্বের এমন প্রথম পেইন্ট যার মূল উপাদান হল গোবর। এটা একদিক দিয়ে যেমন সাশ্রয়কর, তেমনই গন্ধহীন এবং সর্বোপরি, এই পেইন্ট ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দ্বারা অনুমোদিত।


বর্তমানে খাদি প্রাকৃতিক পেইন্টের দুটি ধরন পাওয়া যাবে। একটি ডিস্টেম্পার ও অন্যটি প্লাস্টিক এমালসান। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদি প্রাকৃতিক পেইন্টের উৎপাদন কৃষকদের আয় বৃদ্ধি করতে প্রধানমন্ত্রীর লক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি। এটি ভারতের প্রথম গোবর পেইন্ট।


বলা হয়েছে, এই পেইন্টে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে। এই পেইন্টটি ভারী ধাতু যেমন সীসা, পারা, ক্রোমিয়াম, আর্সেনিক ও ক্যাডমিয়াম মুক্ত। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই পেইন্ট স্থানীয়স্তরে উৎপাদন ও কর্মসংস্থানের দিশা তৈরি করবে।


সরকারি বিবৃতি অনুযায়ী, এই প্রযুক্তির ফলে পরিবেশ-বান্ধব উৎপাদনে গোবরের ব্যবহার বৃদ্ধি পাবে। কৃষক ও গোয়ালগুলির অতিরিক্ত আয় হবে। আনুমানিক গোয়াল প্রতি বার্ষিক ৩০ হাজার টাকা আয় হবে।


এর আগে, ২০১৯ সালের অক্টোবর মাসে, গোবরের তৈরি সাবান উৎপাদন করেছিল খাদি ও ক্ষুদ্র শিল্প কমিশন।