নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকার ফাঁকা স্লোগান দিচ্ছে বলে অভিযোগ রাহুল গাঁধীর। তারা সেনা জওয়ানদের নিজেদের পকেটের পয়সা খরচ করে সামরিক উর্দি, জুতো কিনতে বলছে বলে সাম্প্রতিক এক মিডিয়ার রিপোর্ট উল্লেখ করে দাবি করেন তিনি।
ওই মিডিয়া রিপোর্টে বলা হয়, সেনা কর্তৃপক্ষ সরকারি অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে মালপত্র সাপ্লাই ৫০ শতাংশ ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ওই অর্থ যাতে খুবই জরুরি অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে কিনে মজুত করায় খরচ হয়, তা সুনিশ্চিত করতে চায় তারা। এই পদক্ষেপের ফলে জওয়ানদের সামরিক উর্দি, বেল্ট, জুতো প্রভৃতি প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ মার খাবে, সেনাদের নিজেদের অর্থ ব্যয় করে ইউনিফর্ম ও অন্যান্য জামাকাপড় সাধারণ নাগরিকদের মতো বাজার থেকে কিনতে হবে।
রাহুল ওই রিপোর্ট হাতিয়ার করে ট্যুইট করেন, মেক (ফাঁকা স্লোগান ও অর্থহীন শব্দবন্ধ) ইন ইন্ডিয়া। কিন্তু আমাদের জওয়ানদের নিজেদের জামাকাপড়, জুতো কিনতে বাধ্য করুন।