বেঙ্গালুরু: সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে বৃহস্পতিবার থেকে তদন্ত শুরু করল বিশেষ তদন্তকারী দল (সিট)। আইজি-র নেতৃত্বে তদন্তকারী দল এদিন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। এরই মধ্যে গৌরীর পরিবারের লোকজন এই ঘটনার রাজনৈতিক রঙ না দেওয়ার আর্জি জানিয়েছেন।
নিহত সাংবাদিকের ভাই ইন্দ্রজিৎ লঙ্কেশ বলেছেন, ‘একজন সাংবাদিক, একজন মহিলা এবং আমাদের বোন যাতে ন্যায়বিচার পায়, তার ব্যবস্থা করা হোক। দয়া করে গৌরী হত্যাকাণ্ডে রাজনৈতিক রঙ দেবেন না। আমি সবাইকে এই অনুরোধ জানাচ্ছি।’
গৌরী বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে সরব ছিলেন। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি বিভিন্ন মহলের। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ইন্দ্রজিৎ। তিনি বলেছেন, ‘গৌরী সবসময় নীতি-আদর্শে অটল ছিলেন। তাই কেউ চাইলে তাঁর হত্যাকাণ্ডের সঙ্গে নীতি-আদর্শকে যুক্ত করতে পারেন। কিন্তু দয়া করে রাজনৈতিক রঙ দেবেন না। সব রাজনৈতিক দলকে আমি এই অনুরোধ জানাচ্ছি। আমরা শুধু বিচার চাই।’
গৌরীর বোন কবিতার সিট তদন্তের উপর আস্থা আছে। তাঁর মতে, সিবিআই তদন্তের দাবি জানানো ফ্যাশন হয়ে গিয়েছে। তাই তাঁরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন না। তবে ইন্দ্রজিৎ সিবিআই তদন্তের পক্ষে। সিট-এর উপর তাঁর পুরোপুরি আস্থা নেই। ন্যায়বিচার না পেলে তিনি সিবিআই তদন্তের দাবি জানাতে তৈরি।
ইন্দ্রজিৎ আরও বলেছেন, গৌরীর সঙ্গে অনেকেরই আদর্শগত বিরোধিতা থাকলেও, তাঁর ব্যক্তিগত শত্রু কেউ ছিল না। তাই মাওবাদীরা তাঁকে হত্যা করেছে না দক্ষিণপন্থীরা, সেটা তদন্ত করা উচিত। গৌরী মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফেরাচ্ছিলেন। এ বিষয়ে কোনও বিরোধ তৈরি হয়েছিল কি না, সেটাও তদন্ত করে দেখা উচিত।
অন্যদিকে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, তিনি গৌরীর মা, ভাই ও বোনের সঙ্গে দেখা করেছেন। তাঁরা সিবিআই তদন্তের দাবি জানাননি। তবে সিবিআই তদন্তের নির্দেশ দিতে তাঁর কোনও আপত্তি নেই। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি আশা প্রকাশ করেছেন, দ্রুত গৌরীর হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে।
গৌরী লঙ্কেশ হত্যা: তদন্ত শুরু করল সিট, রাজনৈতিক রঙ দেওয়ার বিরোধী পরিবার
Web Desk, ABP Ananda
Updated at:
07 Sep 2017 09:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -