নয়াদিল্লি: ক্রিকেটার গৌতম গম্ভীর নিজের সমাজসেবায় সক্রিয় পরিচিতির উদাহরণ রাখলেন ট্যুইটারে প্রবীণ সেনাকর্মী বলে দাবি করে এক ব্যক্তির সাহায্যে সবাইকে এগিয়ে আসার আবেদন জানিয়ে। কনট প্লেসে ওই ব্যক্তিকে ভিক্ষা করতে দেখে তাঁর এই উদ্যোগ। সেই ব্যক্তির ছবি ট্যুইট করে গৌতম জানিয়েছেন, ‘টেকনিক্যাল কারণে’ সেনাবাহিনী থেকে সাহায্য পাচ্ছেন না তিনি।
গৌতম লিখেছেন, ইনি শ্রী পিথামবরণ। ১৯৬৫ ও ১৯৭১-এর যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন, যা ওনার আইডি দেখলেই বোঝা যাবে। ওনার দাবি, টেকনিক্যাল কারণে সেনা থেকে তিনি সাহায্য পাচ্ছেন না। উনি কনট প্লেসের এ ব্লকে ভিক্ষা করছেন। ওনার ব্যাপারে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রকে।
প্রত্যুত্তরে ‘দ্রুত’, ‘পূর্ণ’ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। তাদের মুখপত্রের ট্যুইট, আপনি যে উদ্বেগ প্রকাশ করেছেন, তাকে সাধুবাদ জানাই। প্রতিশ্রুতি দিচ্ছি, দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সেনাবাহিনীর তরফে প্রতিশ্রুতি পূরণ হওয়ার পর গৌতমও ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেন, কোমরের হাড় প্রতিস্থাপনের সার্জারি থেকে রাজ্য সৈনিক বোর্ড থেকে মাসিক অনুদানের ব্যবস্থা, সেনা পিথাবরণকে তাদের নিজেদের একজনের মতো সাহায্য করেছেন। কৃতজ্ঞতা জানাই।