লখনউ: উত্তরপ্রদেশের পরিবহণ মন্ত্রী ও বরিষ্ঠ সমাজবাদী পার্টি নেতা গায়ত্রীপ্রসাদ প্রজাপতির বিরুদ্ধে এফআইআর দাখিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রজাপতির বিরুদ্ধে ৩৫ বছরের এক মহিলাকে গণধর্ষণে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।


চিত্রকূটের বাসিন্দা ওই মহিলা অভিযোগ করেন, পার্টিতে বড় পদ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রজাপতি ও তাঁর সাঙ্গোপাঙ্গোরা ২ বছর ধরে তাঁকে ধর্ষণ করেন। এমনকী তাঁর মেয়েকেও যৌন নিগ্রহ করা হয়। রাজ্য পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর না করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

আদালত নির্দেশ দিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশকে ৮ সপ্তাহের মধ্যে এ ব্যাপারে স্ট্যাটাস রিপোর্ট দায়ের করতে হবে।

অভিযুক্ত নেতা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। সুপ্রিম কোর্টকে সম্মান করেন বলে জানিয়েও দাবি করেছেন, গোটা ঘটনা বিজেপির ষড়যন্ত্র।

এসপি-র প্রাক্তন সভাপতি মুলায়ম সিংহ যাদবের ঘনিষ্ঠ সহযোগী প্রজাপতি চলতি ভোটে আমেঠির মত গুরুত্বপূর্ণ আসনে দাঁড়িয়েছেন। এর আগে খনি মন্ত্রী হিসেবে বহাল থাকার সময় থেকেই তাঁর কাজ নিয়ে প্রশ্ন ওঠে। দুর্নীতির অভিযোগ ওঠায় হাইকোর্ট তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয়।