নয়াদিল্লি: জিডিপি বৃদ্ধির হার গত চার বছরে সবচেয়ে কম হতে পারে ২০১৭-১৮ অর্থবর্ষে। এমনই আশঙ্কার ইঙ্গিত দিল কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস। ২০১৬-১৭য় জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.১ শতাংশ। ২০১৫-১৬ বর্ষে ছিল ৮ শতাংশ। ২০১৪-১৫ অর্থবর্ষে তা ছিল ৭.৫ শতাংশ। ২০১৪ সালের মে মাসে কেন্দ্রে সরকার গড়েন নরেন্দ্র মোদী। তারপর থেকে জিডিপি হারে পতন দেখা যাচ্ছে। সেই প্রবণতা বজায় রেখে ২০১৭-১৮ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশে নেমে যেতে পারে বলে জানাল সেন্ট্রাল স্ট্যাটিস্টকস অফিস (সিএসও)। এটা মূলত কৃষি ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে খারাপ ফলের জের বলে দেখা হচ্ছে।
রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড (জিভিএ) বৃদ্ধি গত বছর ছিল ৬.৬ শতাংশ। ২০১৭-১৮ বর্ষে তা কমে ৬.১ শতাংশ হতে পারে।
২০১৬-র ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ও চলতি অর্থবর্ষের ১ জুলাই থেকে নতুন পরোক্ষ কর ব্যবস্থা জিএসটি চালুর প্রভাব সামগ্রিক আর্থিক কার্যকলাপের ওপর পড়েছে। সিএসও-র তথ্য পরিসংখ্যান অনুসারে কৃষি, বনজ শিল্প ও মাছ চাষ সংক্রান্ত কার্যকলাপ বৃদ্ধির হার চলতি অর্থবর্ষে কমে হতে পারে ২.১ শতাংশ, যা গত অর্থবর্ষে ছিল ৪.৯ শতাংশ। ম্যানুফ্যাকচারিং-এ বৃদ্ধি ২০১৬-১৭ বর্ষে ছিল ৭.৯ শতাংশ। এই অর্থবর্ষে তা কমে হতে পারে ৪.৬ শতাংশ।
২০১৭-১৮ র জাতীয় আয়ের প্রথম আগাম হিসাব ঘোষণা করেছে সিএসও। ভারতবাসীর মাথাপিছু আয় বৃদ্ধি ২০১৭-১৮ বর্ষে কমতে পারে ৮.৩ শতাংশে-১ লক্ষ ১১ হাজার ৭৮২ টাকা। ২০১৬-১৭ বছরে ভারতীয়দের মাথাপিছু আয়বৃদ্ধি বেড়েছিল ৯.৭ শতাংশ হারে, ১০৩২১৯ টাকায়। দেশবাসীর জীবনযাত্রার মান খতিয়ে দেখতে মাথাপিছু আয় বৃদ্ধির হারকে মানদণ্ড হিসাবে ব্যবহার করা হয়।